FCI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ১৩টি বিমানসংস্থায় তালা, ধুঁকছে দেশের বিমান পরিষেবা! বেহাল দশার কথা খুবই চিন্তার
FCI Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৫০৪৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
নর্থ জোন: ২৩৮৮টি পদ
সাউথ জোন: ৯৮৯টি পদ
ইস্ট জোন: ৭৬৮টি পদ
ওয়েস্ট জোন: ৭১৩টি পদ
নর্থ-ইস্ট অঞ্চল: ১৮৫টি পদ
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, আজ নেতাজি ইন্ডোরে মেগা সমাবেশ! নজর বিরোধীদেরও
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India) |
পদের নাম: | নন-একজিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা: | ৫০৪৩ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | ০৬.০৯.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ০৫.১০.২০২২
FCI Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। অন্য দিকে, SC / ST / PwBD / ডিফেন্স কর্মরত কর্মী/ এক্স-সার্ভিসম্যান এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
FCI Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ফেজ I এবং ফেজ II পরীক্ষার মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্টেনো গ্রেড II পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-এর পরীক্ষা দিতে হবে।
FCI Recruitment 2022: আবেদন পদ্ধতি
সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে FCI.GOV.IN
তারপর হোম RECRUITMENT ADVERTISEMENT NO. 01/ 2022-FCI CATEGORY-III DATED 03.09.2022. লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
তারপর আবেদন করতে লিঙ্কে ক্লিক করতে হবে এবং নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে
এরপর সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে
আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন ফি প্রদান করতে হবে
এরপর প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারেন
প্রার্থীরা ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি কপি ডাউনলোড করে রাখতে পারেন