ছত্তিসগড় অঙ্গনওয়াড়ি নিয়োগের দিনক্ষণ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৪ মে, ২০২২ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর আবেদন করার শেষ দিন হল আগামী ১৯ মে, ২০২৩ তারিখ। আগ্রহী প্রার্থীরা এই নির্ধারিত তারিখ সকাল ১০টা ০০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে ভিলাইয়ের শিশু উন্নয়ন প্রকল্প অফিসে গিয়ে সরাসরি আবেদন পত্র জমা দিতে পারেন। এখানেই শেষ নয়, ওই সময়সীমার মধ্যে ডাক যোগেও পাঠানো যেতে পারে আবেদন পত্র। আবেদনকারীর জমা দেওয়া সমস্ত রেকর্ড এবং নথি সেলফ-অ্যাটেস্ট করা বাঞ্ছনীয়।
advertisement
ছত্তিসগড় অঙ্গনওয়াড়িতে একাধিক শূন্য পদ:
নগর পালিকা নিগম ভিলাইয়ের ওয়ার্ড নম্বর ২২, ১৮, ৩৩, ৪৮, ১৭, ২৯-তে এবং নগর পালিকা নিগম রিসালির ওয়ার্ড নম্বর ২০-তে যথাক্রমে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অটল আবাস কুরুদ, আম্বেদকর নগর ক্যাম্প ১, সন্তোষী পাড়া-২, খুরসিপার জোন ৩।, আনন্দ চক সুপেলা, সুন্দর নগর কোহকা, বৃন্দানগর ১ এবং উৎকল নগরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীর পদ খালি রয়েছে।
ছত্তিসগড় অঙ্গনওয়াড়িতে আবেদনকারীদের যোগ্যতা:
প্রকাশিত বিজ্ঞরপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪৪ বছরের মধ্যে হতে হবে। তবে এক বছরেরও বেশি কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়সসীমায় ৩ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। আর আবেদনকারী যে ওয়ার্ডের শূন্য পদের জন্য আবেদন করছেন, তাঁকে সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
অঙ্গনওয়াড়িতে কর্মী পদের জন্য আবেদনকারীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং সহকারী পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তফসিলি জাতি ও উপজাতির আওতায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা বর্ণ শংসাপত্র আবেদন পত্রের সঙ্গে জুড়ে দেওয়া আবশ্যক।