আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২৯২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং |
পদের নাম: | প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর |
শূন্যপদের সংখ্যা: | ২৯২ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৮.১০.২০২২ |
আরও পড়ুন: এলআইসি, ব্যাঙ্কিং থেকে এয়ারপোর্টে! একাধিক শূণ্য়পদে চাকরির হদিশ, আবেদন করুন এখনই!
বেতন:
প্রফেসর- ৩৭,৪০০- ৬৭০০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ৩৭,৪০০– ৬৭০০০ টাকা
অ্যাসোসিয়েট প্রফেসর- ১৫৬০০- ৩৯১০০ টাকা
আবেদনের যোগ্যতা:
প্রফেসর- প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি., উচ্চ মানের প্রকাশিত কাজ, প্রকাশিত কাজের প্রমাণ সহ প্রার্থীদের গবেষণাকর্মে সক্রিয় ভাবে জড়িত থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের অ্যাপেন্ডিক্স ২, টেবিল নং ২ অনুসারে পিয়ার-রিভিউ বা ইউজিসি তালিকাভুক্ত জার্নালে ন্যূনতম ১০টি গবেষণা প্রকাশনা এবং মোট ১২০ রিসার্চ স্কোর থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়/কলেজে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হিসেবে ন্যূনতম দশ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসোসিয়েট প্রফেসর- প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং পিয়ার-রিভিউ বা ইউজিসি তালিকাভুক্ত জার্নালে ন্যূনতম ৭টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। প্রার্থীদের অ্যাপেন্ডিক্স ২, টেবিল নং ২ অনুসারে পিয়ার-রিভিউ বা ইউজিসি তালিকাভুক্ত জার্নালে ন্যূনতম ১০টি গবেষণা প্রকাশনা এবং মোট ৭৫ রিসার্চ স্কোর থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ইউজিসি বা সিএসআইআর দ্বারা পরিচালিত নেট/সেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০০৯ বা ২০১৬ অনুযায়ী পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এমন প্রার্থীদের ক্ষেত্রে নেট/সেট উত্তীর্ণ না হলেও সুযোগ দেওয়া হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://studycafe.in/wp-content/uploads/2022/10/NCERT-Recruitment-2022.pdf করে দেখতে পারেন।