প্রায় এক মাস ধরেই অনলাইন মারফত ছাত্রছাত্রীরা এই সেট পরীক্ষার জন্য আবেদন করতে পারছেন। তবে কিছুসংখ্যক ছাত্রছাত্রীদের আবেদন পত্র পূরণ করতে গিয়ে জটিলতা তৈরি হওয়ায় এই আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছিল কলেজ সার্ভিস কমিশন।
এবারের সেট পরীক্ষা হবে আগামী বছরের ৮ জানুয়ারি। কমিশন সূত্রে খবর, মোট ৩৩টি বিষয়ে এ বছর পরীক্ষা নেওয়া হবে। মোট দু'টি পত্রে পরীক্ষা হবে। একটি পত্রে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হবে এই প্রথম পত্রের পরীক্ষা। দ্বিতীয় পত্র শুরু হবে বেলা ১২ টা থেকে। সেই পত্রের পূর্ণমান থাকবে ২০০ নম্বর। মোট সময় পাওয়া যাবে দু' ঘণ্টা। দু' টি পরীক্ষার ক্ষেত্রেই থাকবে অবজেক্টিভ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে ২ নম্বর করে।
advertisement
এ বছর একাধিক প্রশ্নপত্র বাংলাতে করার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশন। মূলত বিজ্ঞান বিষয়গুলি বাদে বাকি প্রত্যেকটি বিষয়ে প্রশ্নপত্র যাতে বাংলায় করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। মূলত ১৫ থেকে ২০টি বিষয়ে বিষয়ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে করবে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে কলেজ সার্ভিস কমিশন।
সেট পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে আরও সহজ করে তোলার জন্যই এই উদ্যোগ বলে আগেই দাবি করেছিলেন কমিশনের আধিকারিকরা। সে ক্ষেত্রে মনে করা হচ্ছে সেট পরীক্ষার বিষয় বেড়ে যাওয়া এবং বাংলায় প্রশ্নপত্র হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে এই পরীক্ষা দেওয়ার চাহিদা আরও বাড়ছে। যদিও নির্বিঘ্নে পরীক্ষা পর্ব সম্পন্ন করতেও একগুচ্ছ পদক্ষেপ করছে কমিশন৷