কোল ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
কোল ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র মেডিকেল স্পেশালিটি/ মেডিকেল স্পেশালিস্ট: ১৪টি পদ
সিনিয়র মেডিকেল অফিসার: ১৭টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কোল ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | সিনিয়র মেডিকেল স্পেশালিটি/ মেডিক্যাল স্পেশালিস্ট, সিনিয়র মেডিকেল অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৩১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ২৭.১০.২০২২ |
কোল ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট: ৪২ বছর
সিনিয়র মেডিকেল অফিসার: ৩৫ বছর
কোল ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া 'পলিসি ফর ডিস্ন্ট্রালাইজড রিক্রুটমেন্টঅফ মেডিকেল একজিকিউটিভস অ্যাট সিআইএল/সাবসিডিয়ারি লেভেল' অনুযায়ী নিয়ম অনুসারে ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক মেডিকেল টেস্ট দিতে হবে। এই সম্পর্কিত আরও বিশদের বিবরণের জন্য প্রার্থীরা কোল ইন্ডিয়ার অফিসিয়াল সাইট চেক করতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.coalindia.in/media/documents/Recruitment_of_Medical_Executives_in_ECL_yr_2022.pdf করে দেখতে পারেন।