TRENDING:

CISF Recruitment 2022: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে পাঁচশোরও বেশি শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে!

Last Updated:

প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার) এবং হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

শূন্যপদের সংখ্যা ও বিবরণ:

প্রতিষ্ঠানের তরফে মোট ৫৪০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার)- ১২২টি পদ

হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- ৪১৮টি পদ

আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বিপুল শূন্যপদে নিয়োগ, আজই স্বপ্নপূরণ করুন

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স
পদের নাম: সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার) এবং হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)
শূন্যপদের সংখ্যা: ৫৪০
কাজের স্থান: ভারত
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২৫-১০-২০২২

advertisement

বয়সসীমা:

উল্লিখিত পদে আবেদনের সর্বনিম্ন বয়স ১৮ বছর, এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর। প্রার্থীদের জন্ম তারিখ ২৬-১০-১৯৯৭ তারিখ থেকে ২৫-১০-২০০৪ তারিখের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কীভাবে কর্মী বাছাই করে বড় কোম্পানি? জেনে নিন, চাকরির সুযোগ পাকা করুন এখনই!

advertisement

আবেদন ফি:

জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং এসসি/এসটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের যোগ্যতা:

উচ্চতা-

তফসিলি উপজাতি (পুরুষ) ব্যতীত প্রার্থীদের জন্য: ১৬৫ সেমি

তফসিলি উপজাতি (মহিলা) ব্যতীত প্রার্থীদের জন্য: ১৫৫ সেমি

সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য (পুরুষ): ১৬২.৫ সেমি

সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য (মহিলা): ১৫০ সেমি

advertisement

বেতন কাঠামো:

সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার)-বেতন স্তর- ৫ (২৯,২০০-৯২,৩০০ টাকা)

হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- বেতন লেভেল- ৪ (২৫,৫০০- ৮১,১০০ টাকা)

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.cisfrectt.in/file_open.php?fnm=IX2mpGAh2IqvHUXrgenufYre09M4CmCdbMYBZX80DjufvrHsET7h9kRTkW_HYlMABlzM7bCMYzXMilMpEWjpQV3thHG_aISfOMWeKdUZEVaNGNPPZFQt_OYeL5gFZQHA করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
CISF Recruitment 2022: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে পাঁচশোরও বেশি শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল