TRENDING:

CMOH Nadia Recruitment:রাজ্যের এই জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ , উচ্চমাধ্যমিক পাশ হলেই পাবেন সুযোগ

Last Updated:

রাজ্যের নদিয়া জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগ চলছে৷ Gnm বা B.Sc নার্সিং কোর্স যারা করেছেন তাঁদের জন্য দুর্দান্ত সুযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্যের নদিয়া জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগ চলছে৷ Gnm বা B.Sc নার্সিং কোর্স যারা করেছেন তাঁদের জন্য দুর্দান্ত সুযোগ৷ চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ নদিয়ার পক্ষ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে মোট ২৪৪ টি পদে কর্মী নিয়োগ করা হবে৷
রাজ্যের এই জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ , উচ্চমাধ্যমিক পাশ হলেই পাবেন সুযোগ
রাজ্যের এই জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ , উচ্চমাধ্যমিক পাশ হলেই পাবেন সুযোগ
advertisement

প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা থেকে বেতনক্রম-সহ আরও একাধিক তথ্য নীচে বিশদে দেওয়া হল

পদের নাম শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ বয়সসীমা
মেডিক্যাল অফিসার MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS এবং ১ বছরের ইন্টার্নশিপ অবশ্যই থাকতে হবে, WBMC এর অধীনে স্বীকৃত হতে হবে। ৪৩ সর্বোচ্চ ৬২ বছর
স্টাফ নার্স INC/WBNC দ্বারা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে Gnm বা B.Sc নার্সিং কোর্স সম্পন্ন করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে WBNC এর অধীনে নিবন্ধিত হতে হবে ৬৩ সর্বোচ্চ ৪০ বছর
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান-- INC দ্বারা স্বীকৃত এবং WBNC এর অধীনে স্বীকৃত একটি ইনস্টিটিউট থেকে ANM কোর্স পাশ করতে হবে। ৪৪ সর্বনিম্ন ২১ সর্বোচ্চ ৪০ বছর
বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (মেডিসিন) ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ WBMC এর অধীনে MSSB, এবং সংশ্লিষ্ট বিষয়ে পিজি ডিগ্রি/ডিপ্লোমা। ০৮ সর্বোচ্চ ৬২ বছর
বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (শিশুরোগ) ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ WBMC এর অধীনে MSSB, এবং সংশ্লিষ্ট বিষয়ে পিজি ডিগ্রি/ডিপ্লোমা ০৮ সর্বোচ্চ ৬২ বছর
বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (G&O) ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ WBMC এর অধীনে MSSB, এবং সংশ্লিষ্ট বিষয়ে পিজি ডিগ্রি/ডিপ্লোমা ০৭ সর্বোচ্চ ৬২ বছর
বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (চক্ষু বিশেষজ্ঞ) ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ MSSB ০৮ সর্বোচ্চ ৬২ বছর
স্টাফ নার্স (পলিক্লিনিক) INC/WBNC দ্বারা স্বীকৃত একটি ইনস্টিটিউট থেকে GNM কোর্স সম্পন্ন করা বা B.Sc নার্সিং কোর্স করতে হবে ০৫ সর্বোচ্চ ৪০ বছর
কাউন্সেলর (পলিক্লিনিক) মনোবিজ্ঞান/সমাজকর্ম/সমাজবিদ্যা/নৃতত্ত্ব/মানব উন্নয়নে স্নাতক ডিগ্রি। মনোবিজ্ঞান/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/নৃতত্ত্ব/মানব উন্নয়নে স্নাতকোত্তর ০৬ সর্বোচ্চ ৪০ বছর
ব্লক এপিডেমিওলজিস্ট জীবন বিজ্ঞান / এপিডেমিওলজি বা বিএএমএস / বিএইচএমএসে এমএসসি। জনস্বাস্থ্যে এক্সপেরিমেন্ট ০৪ সর্বনিম্ন ২১ সর্বোচ্চ ৪০ বছর
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার জীবন বিজ্ঞানে M.Sc/ PG/ ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ০৫ সর্বনিম্ন ২১ সর্বোচ্চ ৪০ বছর
ল্যাবরেটরি টেকনিশিয়ান দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ সঙ্গে সরকার কর্তৃক স্বীকৃত যেকোনও প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা ০৯ সর্বনিম্ন ১৯সর্বোচ্চ ৪০ বছর
ব্লক ডেটা ম্যানেজার যে কোনও শাখায় স্নাতক ০৪ সর্বনিম্ন ২১ সর্বোচ্চ ৪০ বছর
কাউন্সেলর, রক্ত পরিষেবা মাস্টার্স, পিজি ডিগ্রি ০১ সর্বোচ্চ ৪০ বছর
ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে জীববিজ্ঞান-সহ যেকোনও বিষয়ে স্নাতক ০১ সর্বনিম্ন ২১ সর্বোচ্চ ৪০ বছর
সাইকিয়াট্রিক নার্স B.Sc, M.SC, DPN ০১ সর্বোচ্চ ৪০ বছর

advertisement

কোন পদে বেতন কত?

মেডিক্যাল অফিসার ৬০,০০০/-

স্টাফ নার্স (UHWC) ২৫,০০০/-

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – URBAN ১৩,০০০/-

স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন) ৩০০০/- পার্টটাইম ভিত্তিতে তিন সপ্তাহ

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশদে জেনে এখনই আবেদন করুন

আরও পড়ুন: মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! সবিস্তার জানতে পড়ুন!

advertisement

স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (শিশুরোগ) ৩০০০/- পার্টটাইম ভিত্তিতে তিন সপ্তাহ

স্পেশালিস্ট মেডিকেল অফিসার (G&O) ৩০০০/- পার্ট-টাইম ভিত্তিতে তিন সপ্তাহ

বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (চক্ষু বিশেষজ্ঞ) ৩,০০০/- পার্টটাইম ভিত্তিতে তিন সপ্তাহ

স্টাফ নার্স (পলিক্লিনিক) ২৫,০০০/-

কাউন্সেলর (পলিক্লিনিক) ২০,০০০/-

ব্লক এপিডেমিওলজিস্ট ৩৫,০০০/-

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ৩৫,০০০/-

ল্যাবরেটরি টেকনিশিয়ান ২২,০০০/-

ব্লক ডেটা ম্যানেজার ২২,০০০/-

advertisement

কাউন্সেলর, রক্ত পরিষেবা ২০,০০০/-

ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার ২২,০০০/-

সাইকিয়াট্রিক নার্স ১৫,০০০/-

বাংলা খবর/ খবর/চাকরি/
CMOH Nadia Recruitment:রাজ্যের এই জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ , উচ্চমাধ্যমিক পাশ হলেই পাবেন সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল