আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
গ্রুপ-এ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এ অ্যান্ড এ)- ৪টি পদ
গ্রুপ-বি
কম্পিউটার প্রোগ্রামার- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন)- ২৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (টেক)- ৫টি পদ
স্টেনোগ্রাফার (গ্রেড-১)- ৪টি পদ
লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট- ২টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- ৫টি পদ
জুনিয়র ট্রান্সলেটার (হিন্দি)- ৪টি পদ
গ্রুপ-সি
আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি)- ৮৫টি পদ
স্টেনোগ্রাফার গ্রেড-II- ৪টি পদ
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট- ১টি পদ
কুক- ২টি পদ
সংস্থা: | মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীনস্থ সেন্ট্রাল সিল্ক বোর্ড |
পদের নাম: | আপার ডিভিশন ক্লার্ক, কুক, কম্পিউটার প্রোগ্রামার, স্টেনোগ্রাফার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৬-০১-২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা
আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি): একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দি টাইপরাইটিংয়ে প্রতি মিনিটে ত্রিশটি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ! ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে ম্যানেজার নিয়োগ চলছে
আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে বিবিধ পদে নিয়োগ, চাকরির জন্য শীঘ্রই আবেদন করুন
বয়সসীমা
গ্রুপ-এ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এ অ্যান্ড এ)- সর্বোচ্চ ৩৫ বছর
গ্রুপ-বি
কম্পিউটার প্রোগ্রামার- সর্বোচ্চ ৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন)- সর্বোচ্চ ৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (টেক)-সর্বোচ্চ ৩০ বছর
স্টেনোগ্রাফার (গ্রেড-১)- সর্বোচ্চ ৩০ বছর
লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট- সর্বোচ্চ ৩০ বছর
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- সর্বোচ্চ ৩০ বছর
জুনিয়র ট্রান্সলেটার (হিন্দি)- সর্বোচ্চ ৩০ বছর
গ্রুপ-সি
আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি)- ১৮ থেকে ২৫ বছর
স্টেনোগ্রাফার গ্রেড-II- ১৮ থেকে ২৫ বছর
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট- সর্বোচ্চ ৩০ বছর
কুক- ১৮ থেকে ২৫ বছর