মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রেডসম্যান কনস্টেবল ট্রেডসম্যান, এসএসবি হেড কনস্টেবল, এসএসবি সহকারী সাব ইন্সপেক্টর এএসআই প্যারামেডিক্যাল পোস্ট, সহকারী সাব ইন্সপেক্টর এএসআই স্টেনো, এসএসবি সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ করা হবে৷ সর্বমোট ১৬৩৮ জন প্রার্থী নিয়োগ করা হবে৷
আরও পড়ুন: ইন্ডিয়ান ব্যাঙ্কে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, চাকরির জন্য বিশদে জানুন
advertisement
আবেদনকারী যুবকদের সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্ব্বোচ্চ ২৩-৩০ বছর হতে হবে৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ তারিখ ১৮ জুন, ২০২৩৷
অফিসিয়াল ওয়েবসাইট: ssbrectt.gov.in
আরও পড়ুন: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি জারি! সবিস্তার জানতে পড়ুন!
এসএসবি দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, পাশাপাশি ফার্মেসিতে ডিগ্রি ডিপ্লোমা এবং মোটর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে৷ এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন ফি, বিজ্ঞাপন, আবেদন প্রক্রিয়া, শেষ তারিখ, পরীক্ষা-সহ অন্যান্য সমস্ত তথ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়।
কেন্দ্রীয় সরকারি চাকরির অপেক্ষায় বহু প্রার্থী৷ সেই সেনা বিভাগে চাকরির অর্থ দেশকে সেবা করা সুযোগ।