প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে টেকনিশিয়ান নিয়োগ, জানুন বিশদে!
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- ২০৮টি পদ
ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)- ২০৯টি পদ
ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি)- ২১০টি পদ
ফিল্ড সুপারভাইজর (ইলেকট্রিক্যাল)- ২১১টি পদ
ফিল্ড সুপারভাইজর (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)- ২১২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | পাওয়ারগ্রিড কর্পোরেশন |
পদের নাম | ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন), ফিল্ড সুপারভাইজর (ইলেকট্রিক্যাল) সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৮০০ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১১.১২.২০২২ |
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিসিপ্লিনে ন্যূনতম ৫৫% নম্বর (জেনারেল/ ওবিসি/ এডব্লুএস প্রার্থীদের জন্য, এসসি/ এসটি পিডব্লুডি প্রার্থীদের শুধুমাত্র পাস মার্কস থাকতে হবে) সহ বি.ই/বি.টেক/ বি.এসসি ডিগ্রি সম্পন্ন করতে হবে।
ডিসিপ্লিন: ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল (পাওয়ার)/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল)
ফিল্ড এক্সপেরিয়েন্স- ডিজাইন/ইঞ্জিনিয়ারিং/ কনস্ট্রাকশন/টেস্টিং এবং কমিশনিং/ রুরাল ইলেক্ট্রিফিকেশন/ ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম/ সাব ট্রান্সমিশন/ ট্রান্সমিশন লাইনস/ সাব স্টেশন/ ইত্যাদিতে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিসিপ্লিনে ন্যূনতম ৫৫% নম্বর (জেনারেল/ ওবিসি/ এডব্লুএস প্রার্থীদের জন্য, এসসি/ এসটি পিডব্লুডি প্রার্থীদের শুধুমাত্র পাস মার্কস থাকতে হবে) সহ বি.ই/বি.টেক/ বি.এসসি ডিগ্রি সম্পন্ন করতে হবে।
ডিসিপ্লিন: ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
ফিল্ড এক্সপেরিয়েন্স- টেলিকমিউনিকেশন সিস্টেমের ডিজাইন/ ইঞ্জিনিয়ারিং/ কনস্ট্রাকশন/ টেস্টিং এবং কমিশনিং/ রুরাল ইলেক্ট্রিফিকেশন/ ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম/ সাব ট্রান্সমিশন/ ট্রান্সমিশন লাইনস/ সাব স্টেশন/ ইত্যাদিতে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি)- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইনফরমেশন টেকনোলজিতে বা সমমানের ডিসিপ্লিনে ন্যূনতম ৫৫% নম্বর (জেনারেল/ ওবিসি/ এডব্লুএস প্রার্থীদের জন্য, এসসি/ এসটি পিডব্লুডি প্রার্থীদের শুধুমাত্র পাস মার্কস থাকতে হবে) সহ বি.ই/বি.টেক/ বি.এসসি ডিগ্রি সম্পন্ন করতে হবে।
ডিসিপ্লিন: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি
ফিল্ড এক্সপেরিয়েন্স- ডিজাইন/ ইঞ্জিনিয়ারিং/ কনস্ট্রাকশন/ টেস্টিং এবং কমিশনিং/ অপারেশন এবং মেইনটেনেন্স আইটি/ নেটওয়ার্কিং ইত্যাদিতে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড সুপারভাইজর (ইলেকট্রিক্যাল)- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিসিপ্লিনে ন্যূনতম ৫৫% নম্বর (জেনারেল/ ওবিসি/ এডব্লুএস প্রার্থীদের জন্য, এসসি/ এসটি পিডব্লুডি প্রার্থীদের শুধুমাত্র পাস মার্কস থাকতে হবে) সহ ডিগ্রি থাকতে হবে।
বি.ই/বি.টেক/ এমটেক/ এমই ডিগ্রিধারী প্রার্থীদের ডিপ্লোমা করা থাকতে হবে।
আরও পড়ুন: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনে বিপুল বেতনের চাকরি, ওয়াক-ইন কবে? জানুন
ডিসিপ্লিন: ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল (পাওয়ার)/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল)
ফিল্ড এক্সপেরিয়েন্স- কন্সট্রাকশন/ টেস্টিং এবং কমিশনিং/ রুরাল ইলেক্ট্রিফিকেশন/ ডিএমএস/ সাব ট্রান্সমিশন/ ট্রান্সমিশন লাইনস/ ট্রান্সমিশন সাবস্টিটিউশন ইত্যাদিতে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড সুপারভাইজর (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বা সমমানের ডিসিপ্লিনে ন্যূনতম ৫৫% নম্বর (জেনারেল/ ওবিসি/ এডব্লুএস প্রার্থীদের জন্য, এসসি/ এসটি পিডব্লুডি প্রার্থীদের শুধুমাত্র পাস মার্কস থাকতে হবে) সহ ডিগ্রি সম্পন্ন করতে হবে।
বি.ই/বি.টেক/ এমটেক/ এমই ডিগ্রিধারী প্রার্থীদের ডিপ্লোমা করা থাকতে হবে।
ডিসিপ্লিন: ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
ফিল্ড এক্সপেরিয়েন্স- কন্সট্রাকশন/ টেস্টিং এবং কমিশনিং/ টেলিকমিউনিকেশনের অপারেশন এবং মেইনটেনেন্সে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।