TRENDING:

Central Bank Job: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুল শূন্যপদে নিয়োগ, আজই স্বপ্নপূরণ করুন

Last Updated:

প্রার্থীদের আগামী ১৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইকোনমিস্ট, ডেটা সায়েন্টিস্ট, রিস্ক ম্যানেজার, আইটি এসওসি অ্যানালিস্ট, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট, টেকনিক্যাল অফিসার (ক্রেডিট), ক্রেডিট অফিসার, ডেটা ইঞ্জিনিয়ার, আইটি, রিস্ক ম্যানেজার/ম্যানেজার, ল অফিসার/ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগ
সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগ
advertisement

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ১৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১১০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পুজোয় কোন রাস্তা বন্ধ, মণ্ডপে যাবেন কোন পথে? গাইড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের

advertisement

সম্পূর্ণ আবেদনের নির্দেশিকা এখানে উপলব্ধ।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম: ইকোনমিস্ট, ডেটা সায়েন্টিস্ট, রিস্ক ম্যানেজার, আইটি এসওসি অ্যানালিস্ট, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট, টেকনিক্যাল অফিসার (ক্রেডিট), ক্রেডিট অফিসার, ডেটা ইঞ্জিনিয়ার, আইটি, রিস্ক ম্যানেজার/ম্যানেজার, ল অফিসার/ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ১১০
কাজের স্থান: ভারত
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: ২৮.০৯.২০২২
শিক্ষাগত যোগ্যতা: কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশনের ওয়েবসাইটে তালিকাভুক্ত বোর্ড/ইনস্টিটিউট থেকে যে কোনও স্ট্রিমে (১০ + ২ পরীক্ষা পদ্ধতিতে) উত্তীর্ণ হতে হবে/ ইন্টারমিডিয়েট/ সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর সহ উত্তীর্ণ
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ তারিখ: ১৭.১০.২০২২

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করার তারিখ নভেম্বর, ২০২২ এবং ইন্টারভিউ নেওয়া হবে ডিসেম্বর, ২০২২।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা

পে স্কেল: এজিএম-স্কেল ৫

advertisement

বয়স: সর্বনিম্ন ৩৫ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ফুল-টাইম পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ডিগ্রি বা ভারত সরকার দ্বারা স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ডেটা অ্যানালিটিক্স/এআই এবং এমএল/ডিজিটাল/ইন্টারনেট টেকনোলজিসে ফুল-টাইম গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাপ্তরাও আবেদনের যোগ্য।

ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইত্যাদির মতো ডিজিটালাইজেশন সম্পর্কিত যে কোনও ক্ষেত্রে সার্টিফিকেশন/ডিপ্লোমা/ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেটা অ্যানালিটিকস/এআই এবং এমএল/ডিজিটাল/ইন্টারনেট টেকনোলজিতে সার্টিফিকেশন থাকা প্রার্থীদেরও অগ্রাধিকা দেওয়া হবে।

অভিজ্ঞতা- বিএসএফআই সেক্টর বা ফিনটেক কোম্পানিতে ডিজিটাল প্রোডাক্ট/ প্ল্যাটফর্ম ডিজাইন ও লঞ্চ করার ভূমিকায় ন্যূনতম ১০-১২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

এছাড়াও ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোজেক্ট/ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সৃজনশীলতা থাকতে হবে। ডিজিটাল টিম লিডারের অভিজ্ঞতাও থাকা আবশ্যিক।

ইকোনমিস্ট

পে স্কেল: এজিএম-স্কেল ৫

বয়স: সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর

যোগ্যতা: ইকোনমিক্স, ব্যাঙ্কিং, কমার্স, ইকোনমিক্স পলিসি, পাবলিক পলিসিতে পিএইচডি থাকতে হবে।

অভিজ্ঞতা: যে কোনও নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্ক বা অন্য কোনও পিএসইউ-তে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা সায়েন্টিস্ট

পে স্কেল: সিএম-স্কেল ৪

বয়স: সর্বনিম্ন ২৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।

যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্ট্যাটিটিক্স/ইকোনমিক্স/ম্যাথমেটিক্স/ইকোনমিক্স/কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স/আইটিতে বি.ই./বি.টেক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ডেটা অ্যানালিটিক্স/ ডেটা সায়েন্স/ ডেটা স্ট্যাটিটিক্স/ ডেটা মাইনিং এর ক্ষেত্রে ন্যূনতম ৮-১০ বছরের প্রাসঙ্গিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি

প্রতিটি পদে অনুপাতে ৮ জন প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, কেন্দ্র বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের অবহিত করা হবে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি

তফসিলি জাতি/তফসিলি উপজাতি/পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য জিএসটি সহ ১৭৫ টাকা। অন্যান্য সমস্ত প্রার্থীদের জিএসটি সহ ৮৫০ টাকা দেওয়া হবে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

ব্যাকের ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে “ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন” ক্লিক করতে হবে।

নাম রেজিস্ট্রেশন করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

আবেদনপত্র ফটো এবং সিগনেচার সহ আপলোড করে জমা দিতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
Central Bank Job: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুল শূন্যপদে নিয়োগ, আজই স্বপ্নপূরণ করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল