গুরুত্বপূর্ণ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মিনিস্ট্রি অফ সায়েন্স এবং টেকনোলজির অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিস্তারিত
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | সিনিয়র জেনারেল ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০১-১১-২০২২ |
আরও পড়ুনঃ প্রচুর বেতন, ফুড সেফটি বিভাগে প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন
বয়সসীমা:
প্রার্থীর বয়স ৫২ বছরের নিচে হতে হবে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের মার্কেটিং, কমার্শিয়াল এবং অপারেটিভ মার্কেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিসারের এনটাইটেলমেন্ট অনুযায়ী প্রার্থীদের ভাতা দেওয়া হবে।
আইআরটিএস ক্যাডারে এসজি অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা কিন্তু ১৭ বছরের কম গ্রুপ ‘এ’ সার্ভিসে সিনিয়র জিএম হিসেবে কাজ করতে হবে।
আইআরটিএস ক্যাডারে জেএজি/এসজি অফিসার যাঁরা গ্রুপ ‘এ’ সার্ভিসে ৯ বছর পূর্ণ করেছেন তাকে জিএম হিসেবে মনোনীত করা হবে।
নির্বাচন পদ্ধতি:
পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, তৎপরতা ইত্যাদি মিলিয়ে মোট ১০০ নম্বর নির্বাচনের জন্য বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করুন...
বেতন:
২৬০০০০ টাকা (ই-৭) (আইডিএ স্কেল)
২৪০০০০ (ই-৬) (আইডিএ স্কেল)
মেয়াদকাল:
মেয়াদকাল প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য হবে এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী ৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
আবেদন পদ্ধতি:
প্রতিষ্ঠানের নির্দেশাবলী অনুযায়ী বিভিন্ন প্রয়োজনীয় নথি ও শংসাপত্র-সহ আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘EXECUTIVE DIRECTOR (AREA HEAD-IV), CONTAINER CORPORATION OF INDIA LTD., NSIC MDBP BUILDING, 3RD FLOOR, OKHLA, INDUSTRIAL ESTATE, NEW DELHI-110020’।