TRENDING:

CBI-SUAPS Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবিধ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# নয়াদিল্লি: সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামাজিক উত্থান আবাম প্রশিক্ষণ সংস্থার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামাজিক উত্থান আবাম প্রশিক্ষণ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: রেলে চাকরির মহা সুযোগ! বিপুল পদে RPF নিয়োগ, তবে সরকারি এই বিবৃতি না জানলে বিপদ!

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামাজিক উত্থান আবাম প্রশিক্ষণ সংস্থা
পদের নাম ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা বিশদ দেখুন
কাজের স্থান ভারত
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অফলাইন
আবেদনের শেষ তারিখ ১৬-০১-২০২৩

advertisement

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: কাজের পরিসর

ফ্যাকাল্টি- ফ্যাকাল্টিদের বিভিন্ন সময়ে ডিরেক্টরের অনুবর্তী হয়ে ট্রেনিং, বার্ষিক অ্যাকশন প্ল্যান, নোট তৈরি এবং অনুরূপ অন্যান্য কার্যক্রম পরিচালনা, অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরিচালনা, সেশন পরিচালনা, ইত্যাদি কাজে সাহায্য করতে হবে।

অফিস অ্যাসিস্ট্যান্ট- ফ্যাকাল্টি ও ডিরেক্টরের অনুবর্তী হয়ে তাদের অ্যাকাউন্ট দেখাশোনা, ভাউচার, বুক/রেজিস্ট্রার কপি দেখাশোনা, ডেটা আপডেট করা ও অন্যান্য কাজ করতে হবে।

advertisement

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

ফ্যাকাল্টি- পদের জন্য আবেদনের বয়সসীমা ৪০ বছর।

অফিস অ্যাসিস্ট্যান্ট- পদের জন্য আবেদনের বয়সসীমা ৩৫ বছর।

প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

ফ্যাকাল্টি- মাসিক ২০,০০০ টাকা

অফিস অ্যাসিস্ট্যান্ট- ১২,০০০ টাকা

আরও পড়ুন: সেন্ট্রাল সিল্ক বোর্ডের অধীনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, জানুন বিশদে

advertisement

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: যোগ্যতা

প্রার্থীদের আঞ্চলিক ভাষার সঙ্গে ভাল ভাবে পরিচিত হতে হবে।

একই বা কাছাকাছি জেলার বাসিন্দা হতে হবে বা আরএসইটিআই কেন্দ্রের হেড কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দা হতে হবে।

ফ্যাকাল্টি- প্রার্থীদের ভারত সরকার বা রাজ্য সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে এমএসডব্লিউ/ রুরাল ডেভেলপমেন্টে এমএ/ সোশিওলজি/ সাইকোলজিতে এমএ/ বিএসসি (এগ্রি) বা বিএ সহ বিএড ডিগ্রি থাকতে হবে।

কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক, এছাড়াও শিক্ষাদানের দক্ষতা থাকতে হবে।

কাম্য- অফিসার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসার এবং ফ্যাকাল্টি, রুরাল ডেভেলপমেন্টে উপরে উল্লিখিত যোগ্যতা সহ যাঁদের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেই সকল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অফিস অ্যাসিস্ট্যান্ট- প্রার্থীদের ভারত সরকার বা রাজ্য সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিএসডব্লু/বিএ/বি.কম-এ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যিক।

কাম্য- প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে বেসিক অ্যাকাউন্টস ও বুক কিপিংয়ের জ্ঞান থাকা আবশ্যক বলে বিবেচনা করা হয়েছে।

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: মাসিক ছুটি

প্রার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ২ দিন সহ বছরে মোট ১৫ দিনের ছুটি পাবেন।

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন প্রক্রিয়া

যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরবর্তীতে ইন্টারভিউয়ের স্কোরের ওপরে ভিত্তি করে প্রার্থীদের নাম নির্বাচনের জন্য ঘোষণা করা হবে।

সিবিআই-এসইউএপিএস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, যে সকল প্রার্থীরা যোগ্যতার মানদণ্ড পূরণ করছেন এবং যাঁদের উল্লিখিত পদে আগ্রহ রয়েছে তাঁরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত আবেদনপত্রটি পূরণ করতে পারেন। প্রার্থীদের যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের জেরক্স প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীদের আবেদনপত্র সহ এনভেলাপের ওপরে লিখতে হবে, “Application for the post of Faculty/Office Assistant at RSETI Saran centre on contract for the year 2022-23”। এই আবেদনপত্রটি প্রার্থীকে প্রতিষ্ঠানের এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office, 1St Floor, Central Bank of India Patel Chauk, Near Head Post office, Siwan, Bihar pin Code: 841226’।

বাংলা খবর/ খবর/চাকরি/
CBI-SUAPS Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবিধ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল