আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৭ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: এলআইসি-তে একাধিক অফিসার পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | কানাড়া ব্যাঙ্ক |
পদের নাম: | চিফ রিস্ক অফিসার |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | বিশদ দেখুন |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৭-১০-২০২২ |
চুক্তির সময়সীমা:
এনগেজমেন্টের সময়কাল তিন বছরের, পরবর্তীতে ব্যাঙ্কের নিজস্ব বিবেচনার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদ সাপেক্ষে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
বয়সসীমা:
পদটিতে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৭ বছর।
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে ১৫৩৫ শূন্যপদে নিয়োগ! স্বপ্নের চাকরিতে কীভাবে আবেদন করবেন জানুন
আবেদনের যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক প্রফেশনালস থেকে ফিনান্সিয়াল রিক্স ম্যানেজমেন্টে সার্টিফিকেট।
পিআরএমআইএ ইনস্টিটিউট থেকে ফিনান্সিয়াল রিক্স ম্যানেজমেন্টে সার্টিফিকেশন।
প্রার্থীকে কমপক্ষে ২ বছরের জন্য হেড রিক্স অফিসার / ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হতে হবে।
এছাড়াও সিএফএ ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট চার্টারের হোল্ডার পদে বা ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট দ্বারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে মনোনীত বা ভারতের ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টসের অ্যাকাউন্ট্যান্ট হিসাবে মনোনীত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের অভিজ্ঞতা:
ব্যাঙ্কিং/ফিনান্সিয়াল বিভাগে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার স্তরে কর্পোরেট ক্রেডিট এবং রিক্স ম্যানেজমেন্টে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা (যার ন্যূনতম এক বছরের কর্পোরেট ক্রেডিট এবং রিক্স ম্যানেজমেন্টে এক বছরের অভিজ্ঞতা) থাকতে হবে। এক বা একাধিক পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক/বিদেশি ব্যাঙ্কে অথবা এক বা একাধিক নিয়ন্ত্রিত ঋণদানকারী সংস্থাগুলিতে একই ভূমিকায় রয়েছেন ও দায়িত্ব পালন করেছেন এমন প্রার্থীরা কাম্য।
মার্কেট রিক্স/ লিকুইডিটি ম্যানেজমেন্ট বা জেনারেল ব্যাঙ্কিংয়ে অপারেশনাল রিক্স ম্যানেজমেন্টের অভিজ্ঞতা রয়েছে বা কর্পোরেট ক্রেডিটে পলিসি ফরমুলেশন ও অন্যান্য দায়িত্ব সামলেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের দায়িত্ব:
ব্যাঙ্কের বিভিন্ন পলিসির কার্যকারিতা বা রিক্স মোকাবিলা পলিসি ডিজাইন করতে হবে।
মার্কেট রিক্স এবং ব্যবসায় আন্তঃসম্পর্কের নানা রিক্স সম্পর্কে একটি সিস্টেম-বান্ধব দৃষ্টিভঙ্গি গ্রহণ এবং সেই মতো পলিসি ডিজাইন করা।
ব্যাঙ্কের মার্কেট রিক্সের সীমাবদ্ধতা বোঝা এবং ট্রিগার সিস্টেম স্থাপন করা, চ্যালেঞ্জিং পলিসি ডিজাইন সম্পর্কে অন্যদের অবহিত করা ইত্যাদি কাজ করতে হবে।
রেটিং ক্রেডিট মূল্যায়নে সঠিক হিসেব রাখা এবং অভিন্ন ক্রেডিট রেটিং বিশ্লেষণ করার মাধ্যমে ক্রেডিট রিক্স ম্যানেজমেন্টের নির্দেশ দান ও সমাধান করার কাজ দেখতে হবে।
সমগ্র মার্কেটের পোর্টফোলিও, ইন্টারেস্ট রেট রিক্স, ইক্যুইটি রেট রিক্স, রিক্স ক্যাপিটাল অ্যানালিসিস, কাউন্টারপার্টি ব্যাঙ্কের সীমাবদ্ধতা, স্ট্রেস টেস্টিং-এর উপর রিক্স ম্যানেজমেন্ট সম্পর্কিত বিষয়ে টিমকে নির্দেশনা দেওয়া ইত্যাদি কাজের দায়িত্ব নিতে হবে।
ইভেন্ট অ্যানালিসিস ও রিপোর্ট করার মাধ্যমে ব্যাঙ্কে আইটি সিকিউরিটি রিক্স ম্যানেজমেন্টের তদারকি করা, রিক্স কমানোর জন্য পরামর্শ দেওয়া/ পদক্ষেপ নেওয়া এবং ব্যাঙ্কের আইটি স্ট্রাকচারকে আরও শক্তিশালী করার দায়িত্ব নিতে হবে প্রার্থীদের।
ব্যাঙ্কের জন্য বিজনেস কন্টিনিউইটি ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিকল্পনাগুলির তত্ত্বাবধান এবং পর্যালোচনা করতে হবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সহ কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে ই-মেল আইডিতে: horecruitment@canarabank.com পাঠাতে হবে। আবেদনপত্রের একটি কপি বেঙ্গালুরুতে প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/canara-bank-recruitment-2022.pdf ক্লিক করে দেখতে পারেন।