বিইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৪ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: চাকরির সুযোগ! নর্দার্ন কোলফিল্ডে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
আবেদনের লিঙ্ক https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
ট্রেনি ইঞ্জিনিয়ার- ১-এর মোট ১৮০টি পদে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সিভিল এবং ইলেকট্রিক্যাল ট্রেডে নিয়োগ করা হবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের মোট ৮০টি পদে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ভারত ইলেকট্রনিক্স লিমিটেড |
পদের নাম | ট্রেনি ইঞ্জিনিয়ার-১৮০টি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ৮০টি |
শূন্যপদের সংখ্যা | ২১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৪.১২.২০২২ |
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে (অতিরিক্ত জিএসটি সহ) এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৪০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে (অতিরিক্ত জিএসটি সহ)।
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
আবেদন করার আগে প্রার্থীদের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণে সক্ষম হতে হবে। ট্রেনি বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট ট্রেডে বিই/বি.টেক/বিএসসি ডিগ্রি সম্পন্ন করতে হবে। এছাড়া ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য এক বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য কমপক্ষে দুই বছরের ডিগ্রি থাকা আবশ্যিক।
আরও পড়ুন: ডিজিটাল ইন্ডিয়ায় বিপুল পদে কর্মী নিয়োগ, চাকরি পেতে কী যোগ্যতা প্রয়োজন? জানুন
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ট্রেনি ইঞ্জিনিয়ায়র পদের জন্য ২৮ বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৩২ বছর ধার্য করা হয়েছে। বিভিন্ন সংরক্ষিত বিভাগের (এসসি, এসটি, ওবিসিস এবং অন্যান্য) প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে।