ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এস.ও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://ibpsonline.ibps.in/bomsodec22/ ক্লিক করতে পারেন।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এস.ও রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, আজই আবেদন করুন, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র |
পদের নাম | স্কেল II এবং III প্রজেক্টের অধীনে স্পেশালিস্ট অফিসার |
শূন্যপদের সংখ্যা | ২২৫ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬.০২.২০২৩ |
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এস.ও রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন আইবিপিএস পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে ৪:১ অনুপাতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান নেভির অধীনে ৭০টি শূন্যপদে নিয়োগ, চাকরির জন্য আজই আবেদন করুন, জানুন বিশদে
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এস.ও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
ইউআর/ ইডব্লিউএস/ ওবিসি বিভাগের আবেদনকারীদের ১১৮০ টাকা (ফি + জিএসটি) আবেদন ফি হিসেবে দিতে হবে, এসসি/ এসটি/ পিডব্লিউডি বিভাগের প্রার্থীদের জন্য এ ক্ষেত্রে ১১৮ টাকা ধার্য করা হয়েছে।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এস.ও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে bankofmaharashtra.in যেতে হবে
এরপর ‘Careers’ tab — ‘Recruitment Process’ অপশনে গিয়ে ‘Current Openings’ অপশনে ক্লিক করতে হবে
এর পরে প্রার্থীদের ‘Specialist Officers in Scale II & III Project 2023-2024 Register’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
পোস্ট নির্বাচন করে, আবেদনপত্র পূরণ করতে হবে
এরপর সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে
আবেদন ফি প্রদান করতে হবে
আবেদনপত্র জমা দিয়ে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে।