TRENDING:

Bank of India PO Recruitment 2023: হাতে আর মাত্র ৩ দিন! আজই ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড! ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট প্রসঙ্গে জানুন বিশদে!

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৯ মার্চ, ২০২৩ তারিখে ওই পদে নিয়োগের জন্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (বিওআই)-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল – ১ (জেএমজিএস ১) পদে প্রোবেশনারি অফিসার নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছে। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
হাতে আর মাত্র ৩ দিন! আজই ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড! ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট প্রসঙ্গে জানুন বিশদে!
হাতে আর মাত্র ৩ দিন! আজই ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড! ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট প্রসঙ্গে জানুন বিশদে!
advertisement

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৯ মার্চ, ২০২৩ তারিখে ওই পদে নিয়োগের জন্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

advertisement

প্রতিষ্ঠানের তরফে মোট ৫০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (বিওআই)

শূন্যপদের সংখ্যা: ৫০০

পরীক্ষার সময়: ১৯.০৩.২০২৩

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট ২০২৩ পরীক্ষার ধরন:

অনলাইন পরীক্ষার ক্ষেত্রে অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে। অনলাইন পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন হবে। আর এসসি/ এসটি/ ওবিসি/ ইডব্লিউএস/ জেনারেল- এই ক্রমে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এই পরীক্ষায় থাকবে - ৪০ নম্বরের ইংরেজি ভাষা, ৬০ নম্বরের রিজনিং ও কম্পিউটার অ্যাপ্টিটিউড, ৪০ নম্বরের জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস, ৬০ নম্বরের ডেটা অ্যানালাইসিস ও ইন্টারপ্রিটেশন, ২৫ নম্বরের ইংরেজি ডেসক্রিপটিভ পেপার (লেটার রাইটিং ও এসে)।

advertisement

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট ২০২৩: অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি

প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে bankofindia.co.in যেতে হবে।

হোমপেজে গিয়ে কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে। এর পর ডাউনলোড কল লেটার সেকশনে ক্লিক করতে হবে।

সেই লিঙ্কে ক্লিক করতে হবে, যেখানে লেখা রয়েছে - “Download Call Letter- Online Examination dated 19.03.2023- Recruitment of Probationary Officers in JMGS-I upon passing Post Graduate Diploma in Banking & Finance (PGDBF) – Project No. 2022-23/3 Notice dated 01.02.2023.”

advertisement

রেজিস্ট্রেশন নম্বর/ রোল নম্বর, জন্মতারিখ ব্যবহার করে লগ-ইন করতে হবে।

এবার স্ক্রিনে ভেসে উঠবে বিওআই পিও অ্যাডমিট কার্ড।

এর পর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য তা প্রিন্ট-আউট করিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: কলেজে অধ্যাপনা করতে চান? রয়েছে সুবর্ণ সুযোগ! এখনই আবেদন করুন

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট ২০২৩: অ্যাডমিট কার্ড ডাউনলোডের সরাসরি লিঙ্ক

advertisement

এমনকী প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে https://bankofindia.co.in/documents/20121/434140/Exam+Notice.pdf ক্লিক করেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন।

আরও পড়ুন: লোকসভায় চাকরির সুবর্ণ সুযোগ! বেতন লক্ষাধিক, শীঘ্রই আবেদন করুন

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট ২০২৩: জরুরি বিষয়

কল লেটারে উল্লিখিত সময়ে প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যাঁরা দেরিতে পৌঁছবেন, তাঁদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বাংলা খবর/ খবর/চাকরি/
Bank of India PO Recruitment 2023: হাতে আর মাত্র ৩ দিন! আজই ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড! ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রিক্রুটমেন্ট প্রসঙ্গে জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল