TRENDING:

BOI PO Recruitment 2023 Update: এই মাসেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়োগ পরীক্ষা, অফিসিয়াল ওয়েবসাইটে কবে হল টিকিট প্রকাশ পাবে

Last Updated:

BOI PO Recruitment 2023 Update: আগামী ১৯ মার্চ, ২০২৩ তারিখে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, বিওআই পিও-র হল টিকিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খুব শীঘ্রই প্রোবেশনারি অফিসার্স (পিও) রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড প্রকাশ করতে পারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (বিওআই)। ওই পদের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা পিও পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। আগামী ১৯ মার্চ, ২০২৩ তারিখে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, বিওআই পিও-র হল টিকিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
advertisement

গত ১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কিং এবং ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডিবিএফ) পাশ করে জেএমজিএস ১-এ প্রোবেশনারি অফিসার নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাতে জানানো হয়েছে যে, আগামী ১৯ মার্চ, ২০২৩ তারিখে অনলাইনে নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে অবসর নিয়ে বসে আছেন? আবারও চাকরি করতে পারেন! দারুণ সুযোগ দিচ্ছে SBI

advertisement

ব্যাঙ্কের জানানো তথ্য অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রোবেশনারি অফিসারদের মোট ৫০০টি শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিমে ক্রেডিট অফিসারদের জন্য থাকবে মোট ৩৫০টি শূন্য পদ। আর স্পেশালিস্ট স্ট্রিমে আইটি অফিসারদের জন্য থাকবে মোট ১৫০টি শূন্য পদ।

বিওআই পিও রিক্রুটমেন্ট ২০২৩: অ্যাডমিট কার্ড ডাউনলোড করার উপায়

advertisement

আবেদনকারী প্রার্থীদের সুবিধার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়াটা নিচে ধাপে ধাপে দিয়ে দেওয়া হল। সেখান থেকে সহজেই তাঁরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে bankofindia.co.in যেতে হবে।

এর পর কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।

এবার অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে।

advertisement

আরও পড়ুন- ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডে বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে চাকরির দারুণ সুযোগ! জেনে নিন

নিজের সমস্ত ক্রেডেন্সিয়াল সেখানে দিতে হবে

এর পর স্ক্রিনে ভেসে উঠবে প্রার্থীর অ্যাডমিট কার্ড।

এবার সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পর ভবিষ্যতের রেফারেন্সের জন্য ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট আউট বার করে নিজের কাছে রেখে দিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি/
BOI PO Recruitment 2023 Update: এই মাসেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়োগ পরীক্ষা, অফিসিয়াল ওয়েবসাইটে কবে হল টিকিট প্রকাশ পাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল