ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে। প্রার্থীদের ২৪ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মাধ্য়মিক দিতে গিয়ে ছাত্রদের বেয়াদপি বরদাস্ত নয়, স্কুলকেই শাস্তি দেবে পর্ষদ
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ ওবিসি /ইডব্লুএস ৬০০ টাকা
এসসি/ এসটি/(পিডব্লুডি) ১০০ টাকা
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
সরাসরি আবেদনের লিঙ্ক https://www.bankofbaroda.in/career/current-opportunities
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ব্যাঙ্ক অফ বরোদা |
পদের নাম | সিনিয়র ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ১৫ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪-০১-২০২৩ |
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
একটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফুল-টাইম কোর্স হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) বা ফুল-টাইম এমবিএ/পিজিডিএম বা এর সমতুল্য ডিগ্রি (সিএফএ (সিএফএ ইনস্টিটিউট- ইউএসএ) এফআরএম (জিএআরপি) পিআরএম (পিআরএমআইএ) ইএসজি (সিএফএ ইনস্টিটিউট- ইউএসএ) এসসিআর(জিএআরপি) থাকতে হবে।
আরও পড়ুন: নজিরবিহীন! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
বয়স সর্বনিম্ন ২৭ বছর ও সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।