ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, আবেদন করার শেষ তারিখ ০৬.০৫.২০২৩। আবেদন করতে হবে অফলাইনে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল এলে ব্যাঙ্ক নোটিশ দিয়ে তা জানিয়ে দেবে।
আরও পড়ুন: দেশে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে? ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের জন্য বড় খবর
advertisement
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: দশম-দ্বাদশের পর কোন কেরিয়ার বেছে নেবেন? কী ভাবে বাছাই করবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ব্যাঙ্ক অফ বরোদা পদের নাম: ফিনান্সিয়াল লিটারেসি সেন্টার কাউন্সিলার |
শূন্যপদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | ধারওয়াড়, হুবলি, কর্নাটক |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ: | ০৬.০৫.২০২৩ |
বয়সসীমা | আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে |
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন। তবে যাঁদের এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কে পোস্ট-গ্র্যাজুয়েশন আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
শিক্ষকতার অভিজ্ঞতা এবং কমপিউটার নলেজ থাকা প্রয়োজন।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রাথমিক ভাবে ১ বছর, যা পরে প্রার্থীর কর্মদক্ষতার উপরে ভিত্তি করে বাড়ানো হতে পারে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
মাসিক ১৮০০০ টাকা, এর সঙ্গে সর্বোচ্চ ৫০০০ টাকা কনভেয়ান্স এক্সপেন্স হিসেবে মিলবে, সেই অনুযায়ী মাসিক ২৩০০০ টাকা মিলতে পারে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের ওয়েবসাইটে উল্লিখিত পদ্ধতি মেনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-
The Regional Head,
Bank of Baroda
Regional Office-Hubli
1st floor, Bellad Tower, Bannigida stop, Gokul road, Hubli-580030. Karnataka
খামের উপরে লিখে দিতে হবে- Application for the Post of Financial Literacy Counsellor on Contract Basis