TRENDING:

Bank Job: ব্যাঙ্ক অফ বরোদাতে অফিসার পদে চলছে নিয়োগ! এখনই আবেদন করুন

Last Updated:

অ্যাকুইজিসন অফিসার (AO) পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা৷ প্রায় ৫০০ জন অ্যাকুইজিসন অফিসর নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যাকুইজিসন অফিসার (AO) পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা৷ সম্প্রতি, ব্যাঙ্কের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে এই রিক্রুটমেন্টের বিষয়ে জানান হয়েছে৷ গোটা দেশ জুড়ে প্রায় ৫০০ জন অ্যাকুইজিসন অফিসর নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা৷ আবেদন করতে চাইলে এখনই করুন কারণ ১৪ মার্চ তারিখে আবেদন করার শেষ দিন৷
ব্যাঙ্ক অফ বরোদাতে অফিসর পদে চলছে  নিয়োগ! এখনই আবেদন করুন
ব্যাঙ্ক অফ বরোদাতে অফিসর পদে চলছে নিয়োগ! এখনই আবেদন করুন
advertisement

ব্যাঙ্ক অফ বরোদা AO বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন লিঙ্ক

ব্যাঙ্ক অফ বরোদা অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদনের লিঙ্ক প্রকাশ করেছে। প্রার্থীরা বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন লিঙ্কে বিস্তারিত চেক করতে পারেন।

BOB AO নোটিফিকেশন পিডিএফ লিঙ্ক-wms-detailed-advertisement-acquisition-officers-22-04

BOB AO অনলাইন আবেদনের লিঙ্ক- recruitment-of-acquisition-officers--in-wealth-management-services-on-contract-basis

আবেদন সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিন

advertisement

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের ভারত সরকার বা কোনও সরকারি সংস্থা কিংবা AICTE দ্বারা স্বীকৃত যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে৷

অভিজ্ঞতা

প্রার্থীদের পাবলিক ব্যাঙ্ক / প্রাইভেট ব্যাঙ্ক / বিদেশী ব্যাঙ্ক / ব্রোকিং ফার্ম / সিকিউরিটি ফার্ম / অ্যাসেট ম্যানেজম্যান্ট-সহ যে কোনও কোম্পানিতে ১ বছর কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের স্থানীয় ভাষা/ এলাকা/ বাজার/ ক্লায়েন্টে দক্ষতা/জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷

advertisement

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে থাকতে হবে

কীভাবে নির্বাচন করা হবে প্রার্থীদের

অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক পরীক্ষা বা অন্য কোনও পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে প্রার্থীদের নির্বাচিত করা হবে৷ পরবর্তী পর্যায়ে

প্রার্থীদের বাছাই করা হবে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের৷

advertisement

আবেদনের প্রক্রিয়া বিশদে জেনে নিন

ধাপ ১: ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান

ধাপ ২: রিক্রুটমেন্ট অফ অ্যাকুইসিশন অফিসরস্ ইন ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস অন কনট্রাক্ট বেসিসের মধ্যে থাকা 'Apply Now'-তে ক্লিক করুন

আরও পড়ুন: অর্থবর্ষের শেষে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির বাম্পার সুযোগ! জানুন বিস্তারিত

ধাপ ৩: পোস্ট, লোকেশন,নাম, মোবাইল এবং ইমেইল লিখে ফেলুন

advertisement

ধাপ ৪: এবার আবেদন পত্রটি সাবমিট করুন

ধাপ ৫: আবেদন পত্রটির একটি প্রিন্ট নিয়ে রাখুন

আরও পড়ুন: অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির বাম্পার সুযোগ! জেনে নিন বিস্তারিত

শূন্যপদ

দেশজুড়ে মোট শূন্যপদের সংখ্যা ৫০০

কোন শহরে কত শূন্যপদ দেখে নিন

আহমেদাবাদ ২৫

এলাহাবাদ-৯

আনন্দ-৮

বরেলি-৯

বেঙ্গালুরু-২৫

ভোপাল-১৫

চণ্ডীগড়-৮

চেন্নাই-২৫

কোয়েম্বাটুর-১৫

দিল্লি-২৫

এরনাকুলাম-১৬

গুয়াহাটি-৮

হায়দরাবাদ-২৫

ইন্দোর-১৫

জয়পুর-১০

জলন্ধর-৮

যোধপুর-৯

কানপুর-১৬

কলকাতা-২৫

লখনওউ-১৯

লুধিয়ানা-৯

ম্যঙ্গালুরু-৮

মুম্বাই-২৫

নাগপুর-১৫

নাসিক-১৩

পটনা-১৫

পুনে-১৭

রাজকোট-১৩

সুরাট-২৫

উদয়পুর-৮

বদোরা-১৫

বারানসী-৯

বিশাখাপত্তনম-১৩

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোট- ৫০০

বাংলা খবর/ খবর/চাকরি/
Bank Job: ব্যাঙ্ক অফ বরোদাতে অফিসার পদে চলছে নিয়োগ! এখনই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল