অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫.০৮.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অল ইন্ডিয়া রেডিও |
পদের নাম | করেন্সপন্ডেন্ট (পিটিসি) |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | নৈনিতাল এবং পিথোরাগড়, উত্তরাখণ্ড |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.০৮.২০২৩ |
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রার্থীদের ৩ মাসের প্রবেশনারি পিরিয়ডে থাকতে হবে। এরপর চুক্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
প্রার্থীদের আবেদনের সর্বনিম্ন বয়সসীমা ২৪ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
জার্নালিজম বা পাবলিক রিলেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রি বা ন্যূনতম ২ বছরের জার্নালিজমে কাজের অভিজ্ঞতা।
প্রার্থীদের নিজেদের তৈরি নিউজ কালেকশন।
কম্পিউটারের পাশাপাশি ওয়ার্ড প্রসেসিংয়ে কাজের অভিজ্ঞতা।
কোনও পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে নিয়োজিত প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
প্রার্থীদের জেলা সদর থেকে ১০ কিলোমিটারের মধ্যে বসবাস করতে হবে।
অডিও-ভিজ্যুয়াল মিডিয়ার জন্য রিপোর্টিং সহ ভিডিও রেকর্ডিয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নির্বাচনের জন্য ভাইভা নেওয়া হবে।
আরও পড়ুন: স্বাস্থ্য দফতরের একাধিক অস্থায়ী পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্র স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘ Head of the Centre, Akashvani All India Radio, All India Radio, India’s Public Service Broadcaster, All India Radio, Haridwar By-Pass Road, Near Rispana Pul, Dehradun-248 001 (Uttarakhand)’।