এআইআইএমএস রায়বরেলির রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: লোকসভায় আঞ্চলিক ভাষার জন্য কনসালট্যান্ট ইন্টারপ্রিটার নিয়োগ, জানুন বিশদে
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | এআইআইএমএস, রায়বরেলি |
পদের নাম | অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫-১১-২০২২ |
এআইআইএমএস রায়বরেলির রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রফেসর- ১৯৫৬ সালের ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্টের বিভিন্ন শর্ত পূরণ করতে হবে
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি যেমন এমডি/এমএস
যোগ্যতা অর্জনের পর প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে চোদ্দ বছরের টিচিং এক্সপেরিয়েন্স অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
এম.সিএইচ./ডি.এম ডিগ্রি যোগ্যতা অর্জনের পর সুপার-স্পেশালিটি বিষয়ে একটি স্বীকৃত প্রতিষ্ঠানে বারো বছরের শিক্ষাদান অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
অ্যাডিশনাল প্রফেসর- ১৯৫৬ সালের ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্টের বিভিন্ন শর্ত পূরণ করতে হবে
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি যেমন এমডি/এমএস
এম.ডি./এম.এস ডিগ্রি যোগ্যতা অর্জনের পর সুপার-স্পেশালিটি বিষয়ে একটি স্বীকৃত প্রতিষ্ঠানে দশ বছরের শিক্ষাদান অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
এম.সিএইচ./ডি.এম ডিগ্রি যোগ্যতা অর্জনের পর সুপার-স্পেশালিটি বিষয়ে একটি স্বীকৃত প্রতিষ্ঠানে সাত বছরের শিক্ষাদান অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
অ্যাসোসিয়েট প্রফেসর- ১ এবং ২ প্রফেসর (মেডিকেল)
সুপার-স্পেশালিটি বিষয়গুলির জন্য- ১, ২ এবং ৩ প্রফেসর (মেডিকেল) লেভেলের যোগ্যতা
এম.ডি./এম.এস ডিগ্রি যোগ্যতা অর্জনের পর সুপার-স্পেশালিটি বিষয়ে একটি স্বীকৃত প্রতিষ্ঠানে ছয় বছরের শিক্ষাদান অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
এম.সিএইচ./ডি.এম ডিগ্রি যোগ্যতা অর্জনের পর সুপার-স্পেশালিটি বিষয়ে একটি স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের শিক্ষাদান অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ১ এবং ২ প্রফেসর (মেডিকেল) লেভেলের যোগ্যতা
সুপার-স্পেশালিটি বিষয়গুলির জন্য- ১, ২ এবং ৩ প্রফেসর (মেডিকেল) লেভেলের যোগ্যতা
এম.ডি./এম.এস ডিগ্রি যোগ্যতা অর্জনের পর সুপার-স্পেশালিটি বিষয়ে একটি স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের শিক্ষাদান অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
ডি.এম./এম.সিএইচ-এর স্বীকৃত ডিগ্রি বা এমবিবিএস এর পরে ছয় বছরের স্বীকৃত কোর্স বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে
স্বীকৃত প্রার্থীদের জন্য এই ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই
প্রার্থীরা যাঁরা কেন্দ্রীয়/রাজ্য সরকার/আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেছেন তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এনওসি সার্টিফিকেট জমা করতে হবে
এছাড়াও প্রার্থীদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন, ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন, আবেদন ফি প্রদানের প্রমাণপত্র ইত্যাদি ইন্টারভিউয়ের সময় সঙ্গে আনতে হবে।
এআইআইএমএস রায়বরেলির রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী প্রফেসর/ অ্যাডিশনাল প্রফেসর ইত্যাদি পদে আবেদনের বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / অ্যাসোসিয়েট প্রফেসর ইত্যাদি পদের জন্য বয়সসীমা ৫০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্টস অফিসার নিয়োগ, জানুন
এআইআইএমএস রায়বরেলির রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ২০০০ টাকা। এসসি ও এসটি প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, চুক্তিভিত্তিক এবং ডেপুটেশন ভিত্তিতে আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় আবেদনপত্রের একটি প্রিন্টআউট, সেলফ অ্যাটাস্টেড করা ডকুমেন্ট ও সার্টিফিকেটের কপি নিয়ে আসতে হবে। এছাড়াও প্রার্থীদের বয়সের প্রমাণ এবং আধার কার্ড, বসবাসের প্রমাণপত্র, দুটি সাম্প্রতিক সময়ের ছবি, যোগ্যতার প্রমাণ (ডিগ্রি ও মার্কশিট) ইত্যাদিও সঙ্গে আনতে হবে।
এআইআইএমএস রায়বরেলির রিক্রুটমেন্ট ২০২২: বেতন
প্রফেসর– ২২০০০০ টাকা
অ্যাডিশনাল প্রফেসর– ২০০০০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর– ১৮৮০০০ টাকা
অ্যাসোসিয়েট প্রফেসর– ১৪২৫০৬ টাকা