এয়ারবাস এবং বোয়িং- দুই বিমান প্রস্তুতকারক সংস্থার কাছ থেকেই রেকর্ড সংখ্যায় বিমান কেনার অর্ডার কিছুদিন আগেই দিয়ে রেখেছে এয়ার ইন্ডিয়া ৷ বোয়িংয়ের থেকে ২২০টি বিমানের পাশাপাশি এয়ারবাসের কাছ থেকে ২৫০টি, অর্থাৎ মোট ৪৭০টি বিমান কিনছে টাটাদের বিমানসংস্থা ৷ এবার বিপুল সংখ্যায় পাইলট এবং কেবিন ক্রু নিয়োগের কথাও ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷
advertisement
চলতি বছরের শেষের মধ্যেই এয়ারবাসের কাছ থেকে বেশ কিছু বিমান পেয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ৷ এরপর ধাপে ধাপে অর্ডার দেওয়া সব বিমানই পেয়ে যাবে টাটারা ৷ ফ্রান্স এবং আমেরিকা থেকে আসবে নতুন বিমানগুলি। সে কারণেই চলতি বছর পাইলট এবং কেবিন ক্রু নিয়োগ করতে চাইছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
চাকরির জন্য কীভাবে আবেদন করবেন ?
Candidates interested in a career as Cabin Crew or Pilot at Air India can apply on cabincrewcareers@airindia.com and pilotcareers@airindia.com respectively.