TRENDING:

AIR INDIA Recruitment 2023: সরাসরি ইন্টারভিউ দিয়ে এয়ার ইন্ডিয়ায় প্রচুর কাজের সুযোগ, কারা যোগ্য, জেনে নিন

Last Updated:

AIR INDIA Recruitment 2023: এয়ার ইন্ডিয়া তরফে ট্যুইট করে কেবিন ক্রু পদে যোগ্য মহিলা প্রার্থীদের সাক্ষাৎকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি এয়ার ইন্ডিয়া তরফে ট্যুইট করে কেবিন ক্রু পদে যোগ্য মহিলা প্রার্থীদের সাক্ষাৎকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান হয়েছে। #FlyAI –সহ তারা ট্যুইট করেছে, দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা-সহ দেশের একাধিক শহরে সাক্ষাৎকার ভিত্তিক নিয়োগ হবে। যাঁরা এমন একটি দারুণ চাকরির স্বপ্ন দেখেন তাঁরা যেন সরাসরি সাক্ষাৎকারে এসে উপস্থিত হন। সাক্ষাৎকারের স্থান, পোশাকের নির্দেশ প্রভৃতি জরুরি বিষয়ে বিশদ জানতে প্রার্থীরা এয়ার ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে airindia.in.খোঁজ করতে পারেন।
এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়া
advertisement

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: সাক্ষাৎকারের তারিখ তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন তারিখে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দেখে নেওয়া যাক দিনক্ষণ—

মুম্বই— ৩ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

দিল্লি— ৬, ১৩ ও ২০ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

জয়পুর— ৭ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

advertisement

চেন্নাই— ১০ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

হায়দরাবাদ— ১০ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

কলকাতা— ১৪ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

গুয়াহাটি— ১৬ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

আহমেদাবাদ— ১৭ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

ইন্দওর— ২১ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

মুম্বই— ২৩ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

advertisement

পুনে— ২৪ মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

লখনউ— ২৪মার্চ— সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: যোগ্যতা

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, প্রার্থীদের অবশ্যই—

১. ভারতীয় নাগরিক হতে হবে। সাম্প্রতিক ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড থাকতে হবে।

২. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৫০ শতাংশ নম্বর-সহ কোনও স্বীকৃত বোর্ডা বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ উত্তীর্ণ।

advertisement

৩. ইংরিজি ও হিন্দিতে সাবলীল।

আরও পড়ুন: সিবিআই-এ চাকরির দুর্দান্ত সুযোগ! জানুন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: বয়স ও অন্য যোগ্যতা

১. ফ্রেশারদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। অভিজ্ঞ ক্রুদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকা আবশ্যক।

৪. ন্যূনতম উচ্চতা ১৫৫ সেন্টিমিটার।

advertisement

৫. ওজন হতে হবে উচ্চতা অনুপাতে।

৬. বিএমআই হতে হবে ১৮ থেকে ২২

৭. ইউনিফর্ম পরলে যেন কোনও ট্যাটু না দেখা যায়

৮. দৃষ্টিশক্তি ৬/৬

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা এয়ার ইন্ডিয়া
পদের নাম কেবিন ক্রু
শূন্যপদের সংখ্যা কিছু জানানো হয়নি
কাজের স্থান বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি সাক্ষাৎকার
সাক্ষাৎকারের দিন বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: কাজের ধরন

১) নির্বাচিত প্রার্থীদের সুরক্ষা সরঞ্জাম পরীক্ষা করতে হবে এবং উড়ানের আগে অতিথিদের জন্য সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রদর্শন পরিচালনা করতে হবে।

২) জরুরি পরিস্থিতি সামাল দিতে হতে পারে, যেমন প্রাথমিক চিকিৎসা এবং জরুরি স্থানান্তর এবং ইনফ্লাইট পরিষেবা প্রভৃতি।

আরও পড়ুন: খাদ্য দফতরে কাজ করে বাড়িয়ে নিন যোগ্যতা, কীভাবে আবেদন করবেন চাকরির জন্য? জানুন

৩) প্রি-বোর্ডিং কাজ, যাত্রীদের আসনে স্বাগত জানানো এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কাজ, যাত্রীদের সঙ্গে থাকা মালপত্র রাখতে সহায়তা করা।

৪) উড়ান চলাকালীন ঘোষণা করা এবং অতিথিদের প্রশ্নের উত্তর দেওয়া। অবতরণের পর অতিথিদের সুশৃঙ্খলভাবে অবতরণ নিশ্চিত করা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

৫) নির্বাচিত প্রার্থীকে বাধ্যতামূলক প্রি-ফ্লাইট ব্রিফিং-এ উপস্থিত থাকতে হবে। সুরক্ষা, পরিষেবা এবং নিরাপত্তা সংক্রান্ত ঘটনা-সহ উড়ান সংক্রান্ত সমস্ত বিষয় রিপোর্ট করতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
AIR INDIA Recruitment 2023: সরাসরি ইন্টারভিউ দিয়ে এয়ার ইন্ডিয়ায় প্রচুর কাজের সুযোগ, কারা যোগ্য, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল