এরপরেই নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে যেখানে তুলে ধরা হয়েছে বিশ্বের তাবড় তাবড় সংস্থাগুলির কাজের সময়।
স্যামসং ইলেকট্রনিক্স: অফিসিয়াল কাজের সময় সপ্তাহে ৪৫ ঘণ্টা
মাইক্রোসফ্ট: সপ্তাহে প্রায় ৪০ ঘণ্টা
অ্যালফাবেট: সপ্তাহে ৪০ ঘণ্টা
অ্যাপেল: সপ্তাহে ৪০ ঘণ্টা।
advertisement
IBM: দিনে ৮ ঘণ্টা।
Adobe: সপ্তাহে ৪০ ঘণ্টা
ডেল টেকনোলজিস: সপ্তাহে ৪০ ঘণ্টা।
পেপ্যাল: দিনে ৮ ঘণ্টা
ইন্টেল: সপ্তাহে ৪০ ঘণ্টা
সিমেন্স: প্রয়োজন অনুযায়ী সপ্তাহে ৪০ থেকে ৫০ ঘণ্টা
আমাজন: সপ্তাহে ন্যূনতম ৪০ ঘণ্টা
নেটফ্লিক্স: দিনে আট ঘণ্টা, এখানে ৯-৫টার সময়সীমা নেই
তবে, এই প্রথম নয়, এর আগেও ২০২০ সালে সপ্তাহে ৬০ ঘণ্টা কাজের প্রসঙ্গ তুলেছিলেন নারায়ণমূর্তি। অতিমারীর প্রভাবে বদল এসেছিল কর্মসংস্কৃতিতে, অনেক আইটি সংস্থা আবার ফিরে যাচ্ছে পুরনো নিয়মে। অতিমারী পরবর্তী অর্থনীতি একমাত্র এভাবেই পুনরুজ্জীবিত হবে বলে দাবি ছিল তাঁর।