ওয়েবসাইটে দেওয়া একটি নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। ফর্ম ফিলাপ বাবদ ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। দুটি দফায় সর্বমোট ১০০ নাম্বারের পরীক্ষার এবং অন্যান্য পরীক্ষার পর নিয়োগ করা হবে এই পদে। পরীক্ষার দিন উপযুক্ত আবেদনকারীদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুন ঃ হাতি খেদাতে গিয়ে মৃত্যু হুলা পার্টির দুই সদস্যের, জখম আরও ৪
advertisement
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ শে জুলাই, ২০২৩। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে একটি খামে তা ঢুকিয়ে নির্দিষ্ট নিয়মে ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় তা পাঠাতে হবে। ফর্মের মধ্যে একটি পাসপোর্ট সাইজ ছবি সাঁটানোর পাশাপাশি অপর দুটি পাসপোর্ট সাইজের ছবির পিছনে নিজের নাম এবং অভিভাবকের নাম লিখে দিতে হবে।
আবেদনের মূল্য ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা দিয়ে তার কপি ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে। ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে। বিশদে জানতে লগ ইন করুন, www.jhargram.gov.in ওয়েবসাইটে
Ranjan Chanda