TRENDING:

Viral Train Singer: অন্নসংস্থানের জন্য আশৈশব লোকাল ট্রেনের কামরায় গেয়ে চলা কিশোরী আজ স্টুডিওতে, প্রথম বার রেকর্ড করলেন গান

Last Updated:

Viral Train Singer:সুরের জাদুতে বদলাচ্ছে ভাগ্য! ট্রেন থেকে সোজা রেকর্ডিং স্টুডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ধুপগুড়ির কিশোরী জ্যোতি মজুমদারের গানের ভিডিও। প্রশংসা আশীর্বাদে পেয়েছেন অনেক। এবার স্বপ্ন পূরণের পথে এক পা এগল জ্যোতি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: সুরের জাদুতে বদলাচ্ছে ভাগ্য! ট্রেন থেকে সোজা রেকর্ডিং স্টুডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ধূপগুড়ির কিশোরী জ্যোতি মজুমদারের গানের ভিডিও। প্রশংসা, আশীর্বাদ পেয়েছেন অনেক। এবার স্বপ্ন পূরণের পথে এক পা এগিয়ে গেলেন জ্যোতি। ট্রেনের কামরা থেকে রেকর্ডিং স্টুডিওয় পৌঁছে গিয়েছেন ধূপগুড়ির আংড়াভাসা গ্রামের কিশোরী জ্যোতি মজুমদার। গানই তাঁর জীবন, গানই তাঁর রুটি-রুজি। বাবার সঙ্গে ছোটবেলা থেকেই ট্রেনে গান গাওয়ার অভ্যাস। বাবার অসুস্থতা সংসারে টেনেছিল অন্ধকার। কিন্তু মেয়ের কণ্ঠে ছিল আলোর ঝলকানি।
কেশবের সঙ্গে জ্যোতি
কেশবের সঙ্গে জ্যোতি
advertisement

আজ অষ্টাদশী জ্যোতি একাই ট্রেনে ওঠেন, বাংলা-হিন্দি-নেপালি গান গেয়ে মুগ্ধ করেন যাত্রীদের। কখনও তাঁকে ভিডিও করেন কেউ, আবার কখনও ভাইরাল হয় তাঁর গান। আর সেই ভাইরাল ভিডিও নজরে আসে হাবড়ার প্লে ব্যাক গায়ক কেশব দে-এর। তিনিই জ্যোতির পাশে দাঁড়ান। সম্প্রতি বাবার হাত ধরে প্রথমবার হাবড়া গিয়েছেন জ্যোতি। কেশববাবুর তত্ত্বাবধানে নিয়েছেন গানের তালিম, তারপর রেকর্ড করেছেন নিজের প্রথম গান।

advertisement

কেশব দে বলেন, “ওর কণ্ঠে যেটা আছে, সেটা স্বাভাবিক প্রতিভা। একটু পথ দেখিয়ে দিলেই ও অনেক দূর যাবে।” বাবা রবীন্দ্র মজুমদারের চোখে জল, কণ্ঠে গর্ব— “মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছেন। শরীর আর সায় দেয় না, কিন্তু মেয়ের গানের গলায় আজ আমরা বাঁচি।” জ্যোতির অনুপ্রেরণা শ্রেয়া ঘোষাল, চেষ্টা করেন লতা-আশার গানও রপ্ত করতে। এখন তাঁর স্বপ্ন, প্রথাগত তালিম নেওয়া ও রিয়্যালিটি শোয়ে সুযোগ পাওয়া। কলকাতায় গিয়ে আরও বড় কিছু করার ইচ্ছা আছে।

advertisement

আরও পড়ুন : চিনির কৌটো বা বয়ামে ফেলে দিন ‘এটা’! এক তুড়িতে সুড়সুড়িয়ে লাইন দিয়ে পালাবে পিঁপড়ের দল! বর্ষার ম্যাজিক টোটকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জ্যোতির স্বপ্ন অনেক বড়, তাঁর দু’ চোখ শুধু খুঁজে বেড়ায় পায়ের শক্ত মাটি। নিজের সুরে তিনি শুধু গান নয়, বুনছেন এক নতুন জীবনের গল্প। বাংলার ট্রেনযাত্রীদের প্রিয় ‘ট্রেনের গায়িকা’ আজ ধীরে ধীরে এগিয়ে চলেছেন তারকাদের পথে! তাই হার না মেনে লড়াই জারি রাখলে স্বপ্ন সত্যি করে যে সত্যিই সম্ভব সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জ্যোতির এই “ট্রেন টু স্টুডিও” যাত্রা!

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Viral Train Singer: অন্নসংস্থানের জন্য আশৈশব লোকাল ট্রেনের কামরায় গেয়ে চলা কিশোরী আজ স্টুডিওতে, প্রথম বার রেকর্ড করলেন গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল