এদিকে দেশের অন্যান্য জায়গায় তূলনামূলক জ্বালানির দাম এরাজ্যের তুলনায় কম হওয়ায় অনেকেই এই নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। এদিন দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ৯৯ টাকা ১১ পয়সা এবং ডিজেলের দাম হল ৯০ টাকা ৪২ পয়সা। গত সপ্তাহেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের (Cooking gas)দাম। জ্বালানির দাম এই ভাবে বাড়তে থাকলে অন্যান্য জিনিষপত্রের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটন শিল্প করোনার জেরে একদিকে যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনই জ্বালানির এইভাবে দাম দিনের পর দিন বেড়ে চলায় নতুন করে পর্যটন ক্ষেত্রও ধাক্কা আসতে চলেছে বলে মনে করছেন শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা। করোনা-পরবর্তী সময়ে এইভাবে মূল্যবৃদ্ধির ফলে চরম আর্থিক সমস্যায় (Economical crisis)পড়ছে আমজনতা।
advertisement
ভাস্কর চক্রবর্তী,