পাশাপাশি, শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের একবার ফাটল ধরা পরে। ফাটল দেখতে পান বিমানবন্দরের ফিল্ড স্টাফরা। খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা রানওয়ে পর্যবেক্ষণ করে দেখেন রানওয়েতে চারটি ফাটল রয়েছে। এরপরই বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধ করে দেয় বিমান পরিষেবা। সকাল থেকে মাত্র একটি বিমান অবতরণ করে। তারপর দিল্লির একটি বিমান গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয়। অবতরণ করতে না পেরে ইন্ডিগোর একটি বিমান ফিরে যায় হায়দ্রাবাদে।
advertisement
এদিকে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দরে রানওয়ে (runway) সংস্কারের ব্যাপারে ভারতীয় বিমান বাহিনী (IAF)-রএকজন পদস্থ আধিকারিক, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-র নির্বাহী পরিচালককে একটি চিঠি পাঠিয়েছেন। সেই অনুযায়ী আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের এই সিদ্ধান্ত জরুরী হলেও খানিকটা মুখভার পর্যটন ব্যবসায়ীদের। একেই কোভিডের কড়াকড়ি, তার উপর বিমানবন্দরে তালা। কিছুটা হলেও মন খারাপ স্থানীয় ব্যবসায়ীদের।