জলপাইগুড়ি ডিপিএসসি-এর চেয়ারম্যান লৈক্ষ মোহন রায়র কথায়, অনেকদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়েছে। যদিও রাজ্য সরকার সম্পূর্ণ কোভিডবিধি মেনে এবং সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে শুরু করেছিল পাড়ায় শিক্ষালয়। দেখা গেছে দুয়ারে শিক্ষালয় ব্যাপক সাড়া পাওয়া গেছে। আর আগামীকাল থেকেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার কথা ঘোষণা হয়। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শিক্ষানুরাগীদের মধ্যে। পাশাপাশি জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে সমস্ত বিষয়ে নজর রাখা হবে বলে তিনি জানান।
advertisement
অন্যদিকে, এরকমই ব্যস্ততা দেখা গেল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলে। করোনার জেরে বহুদিন স্কুল কলেজ বন্ধ থাকায় ক্লাসরুম ও আসবাবপত্রে নোংরা জমেছে। এবার তা পরিষ্কার করার পালা। মঙ্গলবার রাজগঞ্জের ব্লকের ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহানন্দা ব্যারেজ প্রাইমারি স্কুলে চলছে সাফাইয়ের কাজ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম জানান, অনেকদিন স্কুল বন্ধ থাকায় ছাত্র ছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিল। গতকাল সরকারি তরফে স্কুল খোলার নির্দেশিকা জারি হওয়ায় শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা সর্বত্রই যেন খুশির হাওয়া। আজ স্কুলের ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে।