প্রসঙ্গত, শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipal Corporation) সমস্ত কাউন্সিলরকে, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মঙ্গলবার বেলা ১২টায় উত্তরকন্যায় (Uttarkanya) ডেকে পাঠিয়েছেন৷ সেখানেই পুরবোর্ড গঠন-সহ শিলিগুড়ির সার্বিক উন্নয়ন নিয়ে কথা হতে পারে বলে সূ্ত্রের খবর৷ শিলিগুড়ি পুরসভায় ঐতিহাসিক জয়ের পর সোমবার দুপুরে শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী গৌতম দেব।
advertisement
সোমবার বিকেলে শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নৌকাঘাট মোড়ে নতুন কাউন্সিলরদের অভিনন্দন জানানোর পাশাপাশি শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানান৷ ঘোষণা করেন, মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াতের ব্যবস্থা করবে তাঁর সরকার৷ সার্বিকভাবে শিলিগুড়ির উন্নয়ের কাজ করবে নতুন পুরবোর্ড৷ তাই মনে করা হচ্ছে আগামিকাল নতুন কাউন্সিলরদের সঙ্গে শিলিগুড়ির সার্বিক মানোন্নয়নের জন্য আলোচনা করবেন মুখ্যমন্ত্রী৷