গত এক সপ্তাহ থেকে গের চিতাবাঘের উপদ্রব মানাবাড়ি চা-বাগান ও সংলগ্ন এলাকায়। সন্ধ্যা হলেই চিতাবাঘের উপদ্রব বেড়ে যায় মানাবাড়ি এবং ডিপোপাড়া এলাকায়। শুক্রবার মানাবাড়ি চা-বাগানে ঝোপের মধ্যে একটি মৃত গরু দেখতে পায় স্থানীয়রা। তাঁরা জানান, গত ৭দিন ধরে গরুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁদের দাবি, অবিলম্বে বন দফতর চিতাবাঘকে পাকড়াও করুক।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 4:58 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News:রাতের অন্ধকারে গায়েব ছাগল, ঝোপের মধ্যে মরা-গরু, চা-বাগানে আতঙ্ক