শিলিগুড়ির ব্রাইট অ্যাকাডেমির এক শিক্ষিকা সংহিতা আচার্য বলেন, 'প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে খুদেদের ও তাদের অভিভাবক সহ আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করি। আজকের এই দিনটির গুরুত্ব ও মাহাত্ম্য বোঝানোর জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে বাচ্চাগুলোর মনে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করি। যদিও এই সমাজযদিও এই সমাজ নারী ছাড়া কল্পনা করা খুব কঠিন। তবে সব শ্রেণীর নারীদের সম্মান জানাতে আজকের এই একটা দিন আমরা ঘটা করে উদযাপন করি।'
advertisement
প্রসঙ্গত, প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। UNESCO-র তরফে জানা গিয়েছে, ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণে। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে সেটিই হয়ে আসছে। মূলত, লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প-সাহিত্য-সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়।