বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা কলকাতা পুলিশে কর্মরত পুলিশকর্মী বাপনবাবু বলেন, 'হোলি রঙের উৎসব। ছুটির দিনে সকলেই আমরা পরিবারের সঙ্গে ভালোমন্দ খাওয়া থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া, এভাবেই কাটাই। কিন্তু এদের কথা হয়ত আমাদের ব্যস্ত জীবনে কেউই ভেবে উঠতে পারি না। সকলেই নিজের জন্য ভাবি। এবার না হয় অভাবীদের জন্য হোলির উৎসব ও আনন্দ উৎসর্গ করলাম।' তিনি আরও বলেন, 'করোনার জন্য দুই বছর আনন্দ মাটি হয়েছিল। এদের তো মজা বলতে কিছুই নেই। পরের দিন কী খাবে, কী করবে তা নিয়ে ভাবতে ভাবতেই সময় কাটে। আমরা সবাই নিজের জন্যে ভাবি। একটু অন্যরকমভাবে ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম।'
advertisement
Location :
First Published :
March 19, 2022 9:33 PM IST