TRENDING:

IPL 2021: CSK vs MI: আবার জমছে আইপিএলের আসর, প্রথম ম্যাচে জোর লড়াই রোহিত ও রায়নার

Last Updated:

IPL 2021: MI vs CSK: ধামাকা ম্যাচে ধামাকা রেকর্ডের চ্যালেঞ্জ নিয়ে নামছেন রোহিত শর্মা ও সুরেশ রায়না (Rohit Sharma and Suresh Raina) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: আইপিএল ২০২১ -র দ্বিতীয় পর্বে  (IPL 2021) খেলা আজ শুরু আর কিছুক্ষণের মধ্যেই৷  প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK vs MI)৷  এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা  (Rohit Sharma) ও সুরেশ রায়না (Suresh Raina) একটি বিশেষ রেকর্ডে পাখির চোখ করেছেন৷ ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও সুরেশ রায়না (Rohit Sharma and Suresh Raina)৷
ipl 2021: csk vs mi tough competition between rohit sharma and suresh raina to get ahead- Photo-File
ipl 2021: csk vs mi tough competition between rohit sharma and suresh raina to get ahead- Photo-File
advertisement

আইপিএল ইতিহাসে রান বানানোর সিঁড়িতে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন৷ সুরেশ রায়না  (Suresh Raina)  ও রোহিত শর্মা (Rohit Sharma) এই নতুন রেকর্ডের জন্য ঝাঁপাবেন৷ আইপিএল ইতিহাসে রান বানানোর এই তালিকা অনুযায়ি রোহিত ও সুরেশ রায়নার মধ্যে রানের গ্যাপ বেশি নয়৷ রোহিত ও রায়না এই লিগে ৫৫০০ রানের পরিসংখ্যান পার করে ফেলতে পারেন৷ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI) ম্যাচে পারবেন এই রান করে ফেলতে সেটাই চ্যালেঞ্জ৷  এই কাজ এখনও অবধি করেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan)৷

advertisement

আরও পড়ুন - Weather Forecast: নিম্নচাপের রোষ এখনও কমেনি, আগামী ৪৮ ঘণ্টায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি

চেন্নাইয়ের স্টার খেলোয়াড় সুরেশ রায়না ২০০ আইপিএল ম্যাচে একটি শতরান ও ৩৯ টি অর্ধশতরানের দৌলতে ৫৪৯১ রান করেছেন৷ তাঁর এই রান ১৩৭ স্ট্রাইকরেটে করেছেন৷ সেখানে মুম্বইয়ে তারকা রোহিত শর্মা ২০৭ আইপিএল ম্যাচে ৫৪৮০ রান করেছেন৷ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লিগে একটি শতরান ও ৪০ টি অর্ধশতরান করেছেন৷ এদিকে বিরাট কোহলি ৬০৬৭ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন৷ এদিকে দিল্লি ক্যাপিটাল্সের ওপেনার ক্রিকেটার ৫৫৭৭ রান করেছেন৷ রোহিত ও রায়না-র (Rohit Sharma and Suresh Raina) কাছে সুযোগ রয়েছে শিখর ধাওয়ানকে পিছনে ফেলে দেওয়ার সুযোগ৷ ভারতীয় এই ক্রিকেটাররা ছাড়া এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার (৫৪৪৭) ও এবি ডিভিলিয়ার্স (৫০৫৬) করে পাঁচ হাজার রান পেরিয়ে গেছেন৷

advertisement

আরও পড়ুন - দু' মিনিট মাত্র লাগে , কেন ফেলে রাখবেন Pan and Aadhar link, জানুন সহজ পদ্ধতি

এদিকে রোহিত শর্মার সামনেও থাকছে আরও একটা রেকর্ড গড়ার হাতছানি৷  টি টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কা মেরে দিতে পারেন৷ এখনও অবধি খালি ৪ টি ক্রিকেটার ৩০০ ছক্কা মারার রেকর্ড৷ ভারতীয় ক্রিকেটার হিসেব রোহিতের পরেই রয়েছেন রায়না৷

advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্লেয়িং ১১-

রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, জেমস নিশম/ ন্যাথন কুল্টিয়র নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্লেয়িং ১১-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ডু, মইন আলি, সুরেশ রায়নাস রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি, (অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোশ হেজেলউড/ লুঙ্গি এনগিডি, ইমরান তাহির৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: CSK vs MI: আবার জমছে আইপিএলের আসর, প্রথম ম্যাচে জোর লড়াই রোহিত ও রায়নার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল