দেখে নিন টসের মুহূর্তের ভিডিও
দুই দলেই এদিন প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন এসেছে৷ দেখে নিন দুই দলের প্লেয়িং ইলেভেন৷
আইপিএল (IPL 2021) -র চোদ্দতম মরশুমে বুধবারে ১৪ তম খেলা৷ মুখোমুখি পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ ভারতীয় সময় সাড়ে তিনটেয় খেলা শুরু৷ হায়দরাবাদের দল আইপিএলে এখনও জয়ের খাতা খুলতে পারেনি৷ এদিকে পঞ্জাবও নিজের তিনটি ম্যাচের ২ টি তে হেরেছে৷ হায়দরাবাদ তিনটি ম্যাচেই তাড়া করে অল্প ব্যবধানে হেরেছে৷
আজ আর তাই সেই ভুলে পুনরাবৃত্তি চায়না দক্ষিণী হেভিওয়েটরা৷
দলের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ভালো পারফর্ম করছে না৷ মুম্বইয়ের বিরুদ্ধে ওয়ার্নার ও বেয়রস্তো ভালো শুরু করেছিলেন৷ কিন্তু এরা আউট হতেই সব গণ্ডগোল৷ ভুবনেশ্বর কুমার বল হাতে সেরকম ভালো পারফর্ম করেননি৷ তিনি মাত্র ২ টি উইকেট নিয়েছেন৷
পঞ্জাব শুরু ভালো করেই একেবারে পড়ে গেছে৷ কিন্তু তাদের একটা ভালো স্পিনারের অভাব ভোগাচ্ছে৷
