মুম্বই ইউএই -তে গত মরশুমের আইপিএলে চেন্নাইকে মাত দিয়েছিল (CSK vs MI)৷ এমএস ধোনি (MS Dhoni) -র সিএসকে জার্সিতে গত মরশুম বেশ খারাপ ছিল৷ দুবাইয়ের আবহাওয়া (Weather Update) নিয়ে কথা বললে প্রবল গরম হওয়ার আশঙ্কা রয়েছে৷ সঙ্গে পরিস্থিতি আরও কঠিন করে দেবে আর্দ্রতা৷ দুবাইয়ের আবহাওয়া ক্রিকেটার খুবই উত্যক্ত করবে৷
আরও পড়ুন- CSK vs MI: Virat-Dhoni কোন পিছনে পড়ে রয়েছেন, আজ ‘এই’ কাজ করলে Rohit-র যা হবে!
advertisement
স্পিনারদের প্রভাব বেশি
দিল্লি ক্যাপিটাল্সের জোরে বোলার এনরিক নোর্খিয়া বলেই দিয়েছেন এখানে ভীষণ গরম৷ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ তবে সন্ধ্যা হতে হতে তাপমাত্রা আস্তে আস্তে খানিকটা কমবে৷ এর মধ্যে ম্যাচে স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ দুই দলের জন্যেই স্পিনারদের পারফরম্যান্স ম্যাচ নির্ণায়ক হতে পারে৷ স্লো হওয়ার জন্য ম্যাচের দ্বিতীয়ভাগে স্পিনারদের পারফরম্যান্স মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ এই মাঠে ১৭০ স্কোর ভালো ধরা হবে৷ যদি স্পিনবিভাগের কথা বলা হয় তাহলে চেন্নাই রোহিত শর্মার মুম্বইয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে৷ কারণ তাঁদের কাছে রবীন্দ্র জাদেজা ও ইমরান তাহিরের মতো বোলার রয়েছে৷ যেখানে মুম্বইয়ের কাছে রাহুল চাহর রয়েছে৷
আরও পড়ুন - Explained: অবসরের পরেও আয় নিশ্চিত করতে বিনিয়োগ করুন National Pension Scheme-এ, জানুন বিশদে!
এদিক প্রথম পর্বের আইপিএল যেখানে শেষ হয়েছিল সেখানের হিসেবে আইপিএল ক্রমতালিকা অনুযায়ি চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে এবং চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷ তবে এই ম্যাচে সেই পারফরম্যান্স অনেকটাই বদলে যাবে কারণ দ্বিতীয় পর্ব প্রায় চার মাস বাদে হতে চলেছে৷