TRENDING:

IPL 2021: CSK vs MI ম্যাচের Weather Update, প্লেয়ারদের জ্বালাবে মরুশহরের আবহাওয়া

Last Updated:

আইপিএল ২০২১ (IPL 2021) চেন্নাই বনাম মুম্বই (CSK vs MI) ম্যাচ দিয়ে ফের শুরু হবে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট৷ প্রথম ম্যাচে আবহাওয়া ভিলেন , কী বলছে পূর্বাভাস (Weather Update )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: আইপিএল ২০২১  (IPL 2021) -র ৩০ তম ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (CSK vs MI) -র মধ্যে রবিবার দুবাই ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে৷ আইপিএলের ইতিহাসে দুটি সবচেয়ে সফল দল সিজনের দ্বিতীয়ভাগের প্রথম ম্যাচে খেলবে৷ এই ম্যাচে আবহাওয়া কি বড় ভূমিকা নেবে৷ কি বলছে মরুশহরের আবহাওয়া আপডেট (Weather Update)৷  সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি দু পক্ষই৷ চেন্নাই এই মুহূর্তে পয়েন্ট টেবলের দু নম্বর ও মুম্বই ইন্ডিয়ান্স চার নম্বরে রয়েছে৷
ipl 2021: csk vs mi match dubai weather forecast expected to be hot and humid- Photo Courtesy- Instagram
ipl 2021: csk vs mi match dubai weather forecast expected to be hot and humid- Photo Courtesy- Instagram
advertisement

মুম্বই ইউএই -তে গত মরশুমের আইপিএলে চেন্নাইকে মাত দিয়েছিল  (CSK vs MI)৷ এমএস ধোনি (MS Dhoni) -র সিএসকে জার্সিতে গত মরশুম বেশ খারাপ ছিল৷  দুবাইয়ের আবহাওয়া (Weather Update) নিয়ে কথা বললে প্রবল গরম হওয়ার আশঙ্কা রয়েছে৷ সঙ্গে পরিস্থিতি আরও কঠিন করে দেবে আর্দ্রতা৷ দুবাইয়ের আবহাওয়া ক্রিকেটার খুবই উত্যক্ত করবে৷

আরও পড়ুন- CSK vs MI: Virat-Dhoni কোন পিছনে পড়ে রয়েছেন, আজ ‘এই’ কাজ করলে Rohit-র যা হবে!

advertisement

স্পিনারদের প্রভাব বেশি

দিল্লি ক্যাপিটাল্সের জোরে বোলার এনরিক নোর্খিয়া  বলেই দিয়েছেন এখানে ভীষণ গরম৷ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ তবে সন্ধ্যা হতে হতে তাপমাত্রা আস্তে আস্তে খানিকটা কমবে৷ এর মধ্যে ম্যাচে স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ দুই দলের জন্যেই স্পিনারদের পারফরম্যান্স ম্যাচ নির্ণায়ক হতে পারে৷ স্লো হওয়ার জন্য ম্যাচের দ্বিতীয়ভাগে স্পিনারদের পারফরম্যান্স মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ এই মাঠে ১৭০ স্কোর ভালো ধরা হবে৷ যদি স্পিনবিভাগের কথা বলা হয় তাহলে চেন্নাই রোহিত শর্মার মুম্বইয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে৷ কারণ তাঁদের কাছে রবীন্দ্র জাদেজা ও ইমরান তাহিরের মতো বোলার রয়েছে৷ যেখানে মুম্বইয়ের কাছে রাহুল চাহর রয়েছে৷

advertisement

আরও পড়ুন - Explained: অবসরের পরেও আয় নিশ্চিত করতে বিনিয়োগ করুন National Pension Scheme-এ, জানুন বিশদে!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিক প্রথম পর্বের আইপিএল যেখানে শেষ হয়েছিল সেখানের হিসেবে আইপিএল ক্রমতালিকা অনুযায়ি চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে এবং চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷ তবে এই ম্যাচে সেই পারফরম্যান্স অনেকটাই বদলে যাবে কারণ দ্বিতীয় পর্ব প্রায় চার মাস বাদে হতে চলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: CSK vs MI ম্যাচের Weather Update, প্লেয়ারদের জ্বালাবে মরুশহরের আবহাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল