এই ক্রিকেটাররা সকলেই ৮০ থেকে ৯০ -র দশকে ভারতের জার্সি গায়ে ক্রিকেট খেলেছেন৷
এদিকে এই মুহূর্তে আইপিএলের অধিনায়কত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা৷ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিট ম্যান দিন কয়েক আগেই ৩৪ - বছর হয়েছেন৷ তিনি এই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন৷ , তিনি ট্যাগ লাইনে লিখেছেন, "From listening to you coach me on the field, to now listening to you sing while I am on my way to the stadium. Venky bhai....it's been a journey," অর্থাৎ ‘‘কোচ হিসেবে আপনার কথা শোনা থেকে শুরু করেএখন আপনার গান শোনা ,তাও যখন আমি স্টেডিয়ামের পথে যাচ্ছি ভেঙ্কি ভাই এটা একটা সফর৷’’
advertisement
এদিকে এর আগে রাহুল দ্রাবিড়কে দিয়ে একেবারে অন্যমূর্তিতে বিজ্ঞাপন এনেছিল CRED৷ আইপিএলের ১৪ তম মরশুমের ( Indian Premier League) ঠিক শুরুতেই এসেছিল সেই বিজ্ঞাপন৷ রাহুল দ্রাবিড় রেগে অগ্নিশর্মা হয়ে নিজের গাড়ির ভিতর থেকে বেরিয়ে অন্য গাড়ির কাঁচ ভাঙছেন৷ সেইখানে ট্যাগলাইন ছিল ইন্দিরানগর কা গুণ্ডা৷ বিরাট সেই ভিডিও শেয়ার করেছিলেন৷
ঝড়ের গতিতে ইন্টারনেট কাঁপিয়ে ভাইরাল হয়েছিল সেই ভিডিও৷ সোশ্যাল মিডিয়ায় একের পর এক শেয়ারও হয়েছিল বিপুল বেগে৷