নাইজেরিয়ার লাগসের মুরথালা মহম্মদ বিমানবন্দ! সবাইকে চমকে দিয়ে, বিমান ছাড়ার ঠিক আগের মুহূর্তে, আজমান এয়ারলাইনস-এর একটি বিমানের ডানায় উঠে পড়লেন নাইজেরিয়ার এক তরুণ। তারপরই ঢোকার চেষ্টা করেন কেবিনের ভিতর। বিমানেরই এক যাত্রী সেই আযব কাণ্ডের ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল! প্রত্যক্ষদর্শী এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিমানটি রানওয়ে দিয়ে যাচ্ছিল। আচমকাই ওই তরুণ একটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে চলন্ত বিমানের দিকে দৌড়ে আসে। পাইলট তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিমানের স্পিড কমিয়ে , ইঞ্জিন বন্ধ করে দেন। হাতে একটি ব্যাগ ছিল, তা ছুঁড়ে ফেলে দেয়। তারপরই লাফিয়ে বিমানে উঠে পড়ে ।
advertisement
বহু চেষ্টার পর শেষমেশ যুবককে নীচে নামাতে সক্ষম হন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু কেন তিনি এমন একটা কাণ্ড ঘটালেন ? তা অবশ্য জানতে পারেননি নীরাপত্তা রক্ষীরা!
দেখুন সেই ভিডিও--
advertisementView this post on Instagram
advertisement