আরও পড়ুন Viral Video: মুহুর্মুহু পড়ছে শিল! তার মধ্যেই সাহসী পোশাকে হেঁটে চলেছেন বিদেশি মডেলরা, ভাইরাল ভিডিও
ঘটনা জর্জিয়ার (Georgia) ৷ স্যুইম স্যুটে একেবারে তৈরি হয়ে জলে নামতে প্রস্তুত এক মহিলা৷ ভিডিও দেখে মনে হচ্ছে যে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি৷ সেখানেই নিজেকে রিল্যাক্স করতে স্যুইমিং পুলে গা ভাসানোর চেষ্টা৷ কিছুটা দূর থেকে তিনি দৌড়ে গিয়ে পুলে ঝাঁপ দিলেন৷ মুহূর্তে তাঁর মাথার চুল উড়ে গেল আকাশে! সকলে কিছু বোঝার আগেই ঘটনাটি ঘটে গেল৷ মহিলার পরচুলা হাওয়ায় উড়ে এসে আটকে গেল পুলের ধারে৷ মহিলা তখন জলে ভাসছেন, আর ডাঙায় ভাসছে তাঁর চুল! নকল চুল৷ এই দেখে সকলে হো হো করে হেসে ফেললেন৷
advertisement
আর সেই দেখে সকলে বলতে লাগল যে চুল ভেজাতে চাইছিলেন না তিনি, তাই এভাবে খুলে রেখে গেলেন নকল চুল! মজা করে আরও নানা কমেন্ট উঠে এল সোশ্যাল মিডিয়ায়৷ যদিও পরবর্তীতে মহিলার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং ১৮০০ বার শেয়ার হয়েছে৷ অর্থাৎ ভিডিওটি খুব জনপ্রিয় হয়েছে৷ নিখাদ আনন্দের জন্য এমন ভিডিও দেখছেন দেশ-বিদেশের অনেকেই৷ অনেক আবার দাবি জানাচ্ছেন যে ভিডিওটি খুব অল্প সময়ের জন্য রয়েছে, আরও একটু বেশি হতে পারত! অর্থাৎ আরও হাসতে চাইছেন সকলে৷