TRENDING:

Viral Video: স্যুইম স্যুটে জলে ঝাঁপ মহিলার, পরচুলা খুলে উড়ে এল ডাঙায়! ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

মুহূর্তে তাঁর মাথার চুল উড়ে গেল আকাশে (Viral Video of Women with wig)!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জর্জিয়া: দারুণ আনন্দে স্যুইমিং পুলে ঝাঁপ দিতে গিয়ে বেজায় বিপাকে পড়লেন এক মহিলা (Women in swimming pool)৷ স্যুইম স্যুটে তিনি ঝাঁপিয়ে পড়তে গেলেন জলে৷ আর তখনই সকলের সামনে ফুটে উঠল তাঁর আসল রূপ! অনেকে প্রথমে বিশ্বাস করতে পারলেন না, তারপর উঠল হাসির রোল৷ আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (social media viral) পোস্ট হতেই নিমেষে হল ভাইরাল (women wig)৷ মহিলা নিজে জলে পড়লেন ঠিকই, কিন্তু তাঁর পরচুলা রয়ে গেল ডাঙায়! আর লজ্জায় যেন আরও জোর করে মহিলা মুখ লুকোলেন জলে! কারণ আগে থেকে কেউই জানতেন না যে নকল চুল লাগিয়ে ঘুরছেন তিনি৷ সকলের সামনে তা ফাঁস হল হাতেনাতে৷ খুব স্বাভাবিক, এই দৃশ্য দেখে আশপাশের কেউই হাসি চেপে রাখতে পরলেন না (Viral video) ৷
advertisement

আরও পড়ুন Viral Video: মুহুর্মুহু পড়ছে শিল! তার মধ্যেই সাহসী পোশাকে হেঁটে চলেছেন বিদেশি মডেলরা, ভাইরাল ভিডিও

ঘটনা জর্জিয়ার (Georgia) ৷ স্যুইম স্যুটে একেবারে তৈরি হয়ে জলে নামতে প্রস্তুত এক মহিলা৷ ভিডিও দেখে মনে হচ্ছে যে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি৷ সেখানেই নিজেকে রিল্যাক্স করতে স্যুইমিং পুলে গা ভাসানোর চেষ্টা৷ কিছুটা দূর থেকে তিনি দৌড়ে গিয়ে পুলে ঝাঁপ দিলেন৷ মুহূর্তে তাঁর মাথার চুল উড়ে গেল আকাশে! সকলে কিছু বোঝার আগেই ঘটনাটি ঘটে গেল৷ মহিলার পরচুলা হাওয়ায় উড়ে এসে আটকে গেল পুলের ধারে৷ মহিলা তখন জলে ভাসছেন, আর ডাঙায় ভাসছে তাঁর চুল! নকল চুল৷ এই দেখে সকলে হো হো করে হেসে ফেললেন৷

advertisement

আর সেই দেখে সকলে বলতে লাগল যে চুল ভেজাতে চাইছিলেন না তিনি, তাই এভাবে খুলে রেখে গেলেন নকল চুল! মজা করে আরও নানা কমেন্ট উঠে এল সোশ্যাল মিডিয়ায়৷ যদিও পরবর্তীতে মহিলার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

advertisement

আরও পড়ুন Wedding Viral Video: নতুন বউ-এর চাঁদপানা মুখ দেখে ঠিক থাকতে পারলেন না বর, সকলের সামনেই যা করে বসলেন! ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং ১৮০০ বার শেয়ার হয়েছে৷ অর্থাৎ ভিডিওটি খুব জনপ্রিয় হয়েছে৷ নিখাদ আনন্দের জন্য এমন ভিডিও দেখছেন দেশ-বিদেশের অনেকেই৷ অনেক আবার দাবি জানাচ্ছেন যে ভিডিওটি খুব অল্প সময়ের জন্য রয়েছে, আরও একটু বেশি হতে পারত! অর্থাৎ আরও হাসতে চাইছেন সকলে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: স্যুইম স্যুটে জলে ঝাঁপ মহিলার, পরচুলা খুলে উড়ে এল ডাঙায়! ভিডিও সুপার ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল