Viral Video: মুহুর্মুহু পড়ছে শিল! তার মধ্যেই সাহসী পোশাকে হেঁটে চলেছেন বিদেশি মডেলরা, ভাইরাল ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সুন্দরী মডেলদের (Model in Italy fashion show) পেশাদারিত্ব দেখে আপ্লুত সকলে৷
#ভেনিস: ভেনিস মানেই বিশ্বের ফ্যাশন রাজধানী (Venice)৷ সেখানে বছরের নানা সময়, নানা রকমের ফ্যাশন শোয়ে মেতে ওঠেন বিশ্বের সেরা ফ্যাশন বিশেষজ্ঞরা (Fashion show)৷ সঙ্গে অবশ্যই থাকে উৎসুক জনতার ভিড়৷ তেমনই এক ফ্যাশন শোয়ে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা৷ যার ভিডিও ভাইরাল হল৷ বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড ডলস অ্যান্ড গাবানার ফ্যাশন শোয়ে (Dolce & Gabbana fashion show) মডেলদের উপর এসে পড়ল শিল (Hailstorm)! তার মধ্যেই কাঁপতে কাঁপতে হাঁটতে থাকলেন তাঁরা৷ তবুও বন্ধ হল না শো৷ এই ঘটনা নজর কেড়েছে এবং এর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়!
advertisement
নিজেদের লেটেস্ট ডিজাইন প্রদর্শনীর জন্য ভেনিস শহরে নদীর পাড়ে রঙিন ফ্যাশন শোয়ের আসরের আয়োজন করে বিখ্যাত ডলস অ্যান্ড গাবানা সংস্থা (Fashion Show in Venice)৷ মার্জার সরণি বেয়ে হেঁটে আসছিলেন অসংখ্য সুন্দরী ও সুপুরুষ৷ হাজির ছিলেন সব ফ্যাশন দুনিয়ার তাবড় তারকারা৷ ডি অ্যান্ড জি-র অল্টা সার্টোরিয়া কালেকশন (Alta Sartoria collection) দেখতে মুখিয়ে ছিলেন সকলে৷ সেন্ট মার্ক্স স্কোয়ারে (St Mark’s Square) সকলে ছিলেন দারুণ মুডে! তবে বেশিক্ষণ বিন্দাস থাকতে পারলেন না কেউ৷ এত সব আয়োজনের মধ্যে শুরু হল শিলা বৃষ্টি৷ তবে বৃষ্টি পরিমাণ কম, ঝড়ের সঙ্গে পড়তে থাকল চাঁই চাঁই শিল (Hailstorm at Fashion show)৷ আর তাতে আহত হলেন উপস্থিত অতিথিরা৷ কে কীভাবে মাথা বাঁচাবেন, তার চেষ্টা করতে থাকলেন৷ কেউ আবার ছাতা খুলে কোনও রকমে শিলের আঘাত থেকে নিজেকে বাঁচালেন৷ কিন্তু এরই মধ্যে হাঁটা থামালেন না মডেলরা (Models walk within hailstorm in Venice)! এদিক-ওদিক থেকে শিলের ঝাপট খেয়েও চলল তাঁদের ক্যাট ওয়াক! আর সেই ভিডিও ভাইরাল৷
advertisement
advertisement
সুন্দরী মডেলদের পেশাদারিত্ব দেখে আপ্লুত সকলে৷ এই অনুকূল পরিস্থিতির মধ্যে তাঁরা তাঁদের কাজ করে গেলেন, এতেই বাহবা কুড়িয়ে নিলেন তাঁরা৷ মডেল মানেই যে সুন্দর সেজে, শরীর প্রদর্শন, তাই নয়৷ এরা অত্যন্ত সাহসী এবং কাজের প্রতি নিষ্ঠাবান, তাও প্রমাণ করল এই ফ্যাশন শো (Models are very bold)৷ স্পষ্ট দেখা গেল যে বড় বড় শিল এসে পড়ছে মডেলদের গায়ে৷ কিন্তু সে সব উপেক্ষা করেই তাঁরা হেঁটে চললেন রঙ বেরঙের পোশাক পরে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2021 1:39 PM IST