দরজার হ্যান্ডেলের ত্রুটির কারণে ৩১ বছর বয়সী ওই মহিলা বাড়ির বাথরুমে তালাবদ্ধ অবস্থায় ছিলেন। ৪ দিন কেবল বাথরুমে ভিতরেই কার্যত আটকে ছিলেন তিনি। এই ৪ দিন তিনি কিছুই খেতে পারেননি। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, ৩১ বছর বয়সী ইয়াং তাঁর বাড়ির বাথরুমে গিয়েছিলেন। দরজা খুলে বাইরে আসার চেষ্টার সময়ে আচমকা দরজার হাতল ভেঙে যায়। বাথরুমের দরজা তারপর থেকে কোনওভাবেই খোলা যাচ্ছিল না।
advertisement
সেই সময়ে তাঁর কাছে মোবাইলও ছিল না। তাই তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ৪ দিন ধরে তিনি খাবার এবং জল ছাড়াই ভিতরে আটকে ছিলেন। চিৎকার করেও লাভের লাভ কিছু হয়নি। বেশ কিছু দিন ধরে যোগাযোগ করে উঠতে না পেরে শেষে তাঁর বাবা-মা পুলিশকে জানান। পুলিশ দরজা ভেঙে ওই মহিলাকে বাথরুম থেকে উদ্ধার করে।
আরও পড়ুন, বছরের শুরুতেই আজ মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন
আরও পড়ুন, ২৫-এর জন্মদিনে তৃণমূল পেল 'নতুন বাড়ি', ক'তলা হচ্ছে ভবন? কী কী ব্যবস্থা থাকছে? জেনে নিন এবার
উদ্ধার হওয়ার পরে ওই মহিলা জানান, এটি তাঁর জীবনের সবচেয়ে খারাপ ঘটনা। তাঁর মনে হয়েছিল যে এখন সে বাঁচতে পারবেন না। কিছুদিন আগে থাইল্যান্ডেও একই রকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন মহিলা ৩ দিন বাথরুমে আটকে গেছিল। সেখানে ট্যাঙ্কের জল পান করে বেঁচে ছিলেন তিনি।