TRENDING:

যার তার সঙ্গে নয়, পাইথনের সঙ্গে রাত কাটালেন মহিলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন : কোনোও আফ্রিকার জঙ্গল নয়, খোদ লন্ডনের মতো জায়গায় এরকম সাংঘাতিক কান্ড ৷
advertisement

এমনিতেই মহিলারা খুব একটা সরীসৃপ পছন্দ করেন না ৷ তারওপর যদি কেউ ঘুম ভেঙে দেখেন তাঁর পাশে শুয়ে ঘুমোচ্ছে একটা সাপ তাহলে তো আর রক্ষা নেই ৷

ঠিক এরকমটাই হয়েছে ৷ কারোর একটি রয়্যাল পাইথন মালিকের জিম্মা থেকে পালিয়ে যায় ৷ পশ্চিম লন্ডনের কিংস্টনের বাসিন্দা নিজের ফ্ল্যাটে এই পালিয়ে যাওয়া সাপটিকে পান ৷ এরপরেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে  RSPCA ফোন করেন সেই মহিলা ৷ বন্যপ্রাণী রক্ষার এই সংস্থা নিজেদের পেশাদার কর্মীদের নিয়ে এসে ধরে নিয়ে যায় ৩ ফুটের লম্বা পাইথনটিকে ৷

advertisement

আধিকারিক জিম স্যান্ডার্স অবশ্য জানিয়েছেন এই পোষ্যটি কোনও ভাবেই ক্ষতিকারক ছিল না ৷ তবে তাতেও ভয় কমেনি মহিলার ৷ তাঁর সাফ কথা , ‘‘ যারা সাধারণ মানুষ তারা যদি সাপের পাস থেকে ঘুম থেকে ওঠেন তাঁরা ভয় পেয়ে যাবেন সেটাই স্বাভাবিক ৷ ’’

আরও পড়ুন-দুরন্ত সিন্ধু-র ওকুহারা বধ, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারতীয় তারকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অন্যদিকে স্যান্ডার্স জানিয়েছেন , সরীসৃপ অত্যন্ত সুযোগসন্ধানী ৷ তাঁরা ছোট একটা ফাঁকের অপেক্ষায় থাকে ৷ কিম্বা বাড়ির দরজা বা জানলার নড়বড়ে ফিটিংস খুঁজে  পেতেও তাদের বেশি সময় লাগে না ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
যার তার সঙ্গে নয়, পাইথনের সঙ্গে রাত কাটালেন মহিলা