সম্প্রতি একটি আজব ভিডিও (bizarre video) ইন্টারনেট কাঁপাচ্ছে সেখানে হংকংয়ের একটি সাবওয়ে ট্রেন অর্থাৎ আমাদের এখানে যা মেট্রো সেটা দেখা যাচ্ছে৷ ট্রেনে ভর্তি লোকজন সেখানে হঠাৎই দৌড়তে শুরু করল একটি বন্য বরাহ (wild boar)৷ সেও বুঝতে পারছে না কোথায় ভীষণ ভয় পেয়ে আছে, অন্যদিকে যারা যাত্রী তাঁদের অবস্থাও খুব ভয়ের সিঁটিয়ে রয়েছেন নতুন এই সহযাত্রীকে দেখে৷
advertisement
এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral on social media)৷ সাবওয়ের কর্মীদের খুবই কষ্টেসৃষ্টে শূকরটিকে বার করতে হয়েছিল৷ কারণ সে এত ছোটাছুটি করছিল যে নাকানিচোবানি অবস্থা সকলের৷ যদিও একটাই আশার কথা কারোর কোনও চোট লাগেনি বা ক্ষতি হয়নি৷
দেখে নিন সেই ভিডিও৷
সূত্রের খবর , শূকরটি টিকিট গেটের ফাঁক গলে কোনওভাবে মেট্রো স্টেশনে ঢুকে যায়৷ হংকংয়ের (Hong Kong) কোয়েরি বে স্টেশনের (Quarry Bay station) এই ঘটনা৷ ট্রেনের কর্মীরা শূকরটিকে ধরার চেষ্টা করলে সেটি আরও বেশি দৌড়াদৌড়ি শুরু করে৷ তারপর সে কয়েকটি স্টেশন পরে ওই ট্রেন থেকে নেমে যায়৷ এরপর ভিক্টোরিয়া হারবারগামী ট্রেনে আবার উঠে পড়ে!
আধিকারিকরা জানিয়েছেন তারপর ওই ট্রেনটিকে অন্য রুটে চালনা করা হয়৷ এরপর কৃষি, মৎস, সংরক্ষণের বিভাগের আধিকারিকরা মেট্রোতে ওঠেন এবং তারপর সুরক্ষিত ভাবে পশুটিকে ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন৷
হংকং পুরোপুরি শহর সেখানে ভর্তি আকাশচুম্বী বাড়ি৷ তার চারপাশে বেশ কিছু বনাঞ্চল ও পার্কল্যান্ড আছে৷ সেখানে বহু ধরণের বন্যপ্রাণী রয়েছে৷