আরও পড়ুন: উথাল পাতাল নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনেরও বেশি নিখোঁজ
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে, গত বছরের ৩ মে সিডনির গ্রিনএকর এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আদালতে শুনানিতে উঠে এসেছে যে নাউফাল স্বামীর পরকীয়ার কারণে এবং আগের নির্যাতনের ঘটনার জন্য ক্ষুব্ধ ছিলেন। পুলিশ জানিয়েছে, মমদুহ নাউফাল তাঁর মিশরীয় প্রেমিকার সঙ্গে বাগদান সেরে স্ত্রীকে একইসঙ্গে বিবাহিত অবস্থায় রাখতে চেয়েছিলেন।
advertisement
হত্যার পর, অভিযুক্ত মিশরে গিয়ে স্বামীর নামে থাকা সম্পত্তি বিক্রি করে প্রায় $২০০,০০০ নিয়ে ফিরে আসেন। প্রসিকিউটর উইলিয়াম সিট দাবি করেন, হত্যাকাণ্ডটি ইচ্ছাকৃত এবং সুযোগের সদ্ব্যবহার করে ঘটানো হয়েছে।
আরও পড়ুন: অগ্নিগর্ভ পাকিস্তান, বুশারা বিবির প্রতিবাদের ঝড়ে ‘মুক্তি’ আসন্ন ইমরানের!
অভিযুক্তের আইনজীবী আদালতে জানান, নাউফাল দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে ছিল বিষণ্ণতা, এবং মানসিক বিকার। তবে বিচারক ডেবোরাহ সুইনি অভিযোগকে শক্তিশালী বলে মনে করে তাঁর জামিন নাকচ করেন। পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।