TRENDING:

Shehbaz Sharif Likely To Replace Imran Khan: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শেহবাজ শরিফ! কে এই বিরোধী নেতা?

Last Updated:

New Pakistan Prime Minister: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Shehbaz Sharif Likely To Replace Imran Khan: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ। পাকিস্তানের বাইরে যদিও খুব কমই পরিচিত তিনি কিন্তু কার্যকরী প্রশাসক হিসেবে পাকিস্তানে যথেষ্ট খ্যাতি রয়েছে শেহবাজের। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ, ৭০ বছর বয়সী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ফেলার জন্য বিরোধীদের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন। কয়েক সপ্তাহের রাজনৈতিক ডামাডোল শেষে সংসদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নিজের মেয়াদও সম্পূর্ণ করতে পারলেন না ইমরান খান।
advertisement

আরও পড়ুন- এত পছন্দ হলে ভারতে চলে যান: ভারতের প্রশংসা করায় ইমরানকে কটাক্ষ নওয়াজ শরিফ কন্যার

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নওয়াজ শরিফের উলটো দিকেই অবস্থান শেহবাজের। ২২ কোটি মানুষের এই দেশে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিকে নিয়ন্ত্রণ করে পাক সেনাই। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় বেইজিংয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় চলা প্রকল্পগুলিতে চিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন শেহবাজ। তখন থেকেই রাজনৈতিক মহলে সাড়া ফেলে শেহবাজ শরিফের প্রশাসনিক দক্ষতা।

advertisement

গত সপ্তাহে একটি সাক্ষাত্কারে শেহবাজ জানিয়েছিলেন, পাকিস্তানের পক্ষে ভাল বা খারাপ নির্ভর করছে আমেরিকার সঙ্গে ভাল সম্পর্কের উপর, ওয়াশিংটনের সঙ্গে ইমরান খানের যে বৈরিতা রয়েছে তা পাকিস্তানের পরিপন্থী।

আরও পড়ুন- 'ভারত কোনও শক্তিধর দেশের কথায় চলে না!' আস্থা ভোটের আগে প্রশংসা ইমরানের মুখে

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের পর শেহবাজকে কারারুদ্ধ করা হয় এবং সৌদি আরবে নির্বাসিত করা হয়। ২০০৭ সালে দেশে ফিরে আসেন তিনি। ২০১৭ সালে পানামা নথি প্রকাশের সঙ্গে সম্পর্কিত সম্পদ গোপন করার অভিযোগে নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পার্টির প্রধান হন শেহবাজ, প্রবেশ করেন জাতীয় রাজনীতির আঙিনায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Shehbaz Sharif Likely To Replace Imran Khan: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শেহবাজ শরিফ! কে এই বিরোধী নেতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল