এইভাবেই চলছিল দিনের পর দিন। দুধ জমা হতে হতে ক্রমশ ফুলে উঠছিল মা গরুর পিছনের দুটো বাঁট। সামনের দুটো বাঁটে দুধের পরিমানও আসছিল কমে। পর্যাপ্ত দুধ না পেয়ে ছটফট করছিল বাছুর। এভাবে চলতে থাকলে অচিরেই সংক্রমণ ছড়িয়ে অসুস্থ হয়ে পড়বে মা গরু আর অপুষ্টিতে ভুগবে বাছুর ছানা। কিন্তু উপায় কী? মাথায় হাত গোয়ালার!
advertisement
শেষমেশ সমাধান বের করলেন গোয়ালার স্ত্রী। তিনি তাঁর একটি পুরনো ব্রা দড়ির সাহায্যে গরুর সামনের দুটো তুলনামূলক ছোট বাঁটে পরিয়ে দিলেন। আর তখনই চমৎকার হল। মায়ের সামনের বাঁটে দুধ না পেয়ে দিব্যি পিছনের বাঁট থেকে দুধ খেতে লাগল বাছুর ছানা।
অভিনব ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের টেইন শহরে। এহেন দৃশ্য দেখে চমৎকৃত ডোনাল্ড রস নামে ওই গোয়ালার এক প্রতিবেশী। তিনিই অন্তর্বাস পরা মা গরুর ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2018 4:56 PM IST