ভারতে সোশ্যাল মিডিয়ার চেনা প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ফেসবুক ৷ সেখানে ইনিভিসিবেল প্র্যাঙ্ক নামে এই ভিডিওটি শেয়ার হয়েছে ৷ ইনিভিসিবেল প্র্যাঙ্ক মানে অদৃশ্য করার জোকস ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে গোটা পরিবার একসঙ্গে বসে রয়েছে ৷ একটি বাচ্চা মেয়েকে চেয়ারে বসানো হয়েছে ৷ তারপর তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ৷ কিছুক্ষণ পর চাদর সরানো হতে মা- বাবা পরিবারের সব সদস্যরা সবাই ভীষণ চিৎকার করছেন দেখা যাচ্ছে ৷ খুদে মেয়েটি ভয়ার্ত হয়ে সকলের কাছে যাচ্ছে সে ভাবছে তাকে সত্যিই তাকে দেখা যাচ্ছে না ৷ সে কখনও মায়ের কাছে কখনও বাবার কাছে যাচ্ছে কিন্তু সকলেই ভান করছে যেন তাকে দেখতে পাচ্ছে না ৷
advertisement
আরও পড়ুন - JNU -র ঘটনায় এবার সরব ক্রীড়াবিদরা, ঘটনার তীব্র নিন্দায় পাঠান, গোতি, জ্বওলারা
মেয়েটি প্রাণপনে চেষ্টা করছে বাবা-মায়ের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করতে কিন্তু তাঁরা বাচ্চাটির মানসিক যন্ত্রণা বুঝতেই পারছেন না তাঁরা ৷ ভিডিওটির ভিউ হয়েছে ৩১ লক্ষ ৷ শেয়ার হয়েচে ২৩ হাজার ৷ কিন্তু যে সব মানুষ মন্তব্য রেখেছেন তাদের বেশিরভাগই এটাকে হাসির খোরাক হিসেবে দেখেননি ৷ বরং সকলেই সমালোচনা করেছেন ৷ অনেকের মতে এই ট্রমা কাটিয়ে ওঠার ক্ষমতা থাকে না সকলের ৷ এই শিশুটিই কবে এই মারাত্মক অভিজ্ঞতা ভুলতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷
আরও দেখুন