TRENDING:

ঝলসে যাওয়া শরীর, গাড়ি উড়ে গেল তিন তলা অবধি, বেইরুটে শুধুই বীভৎসতার ছবি, ভিডিও ভাইরাল

Last Updated:

এক একটি ভিডিও যেন ভয়াবহতাকে একেবারে মর্মে মর্মে উপলব্ধি করিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেইরুট: বেইরুটে বীভৎস বিস্ফোরণের খবর আসার পর থেকেই একের পর এক ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষ, সকলের তোলা ভিডিও নিয়ে সারা পৃথিবী জুড়ে শোরগোল পড়ে যায়৷ এক একটি ভিডিও যেন ভয়াবহতাকে একেবারে মর্মে মর্মে উপলব্ধি করিয়েছে৷
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে শুধু সংলগ্ন এলাকাই নয়৷ তার চেয়েও বেশিদূর অবধি ছড়িয়েছিল তীব্রতা৷ ভয়ঙ্কর বিস্ফোরণে একএকটি গাড়ি তিন তলা অবধি উড়ে গিয়েছিল৷

লেবাননের বেইরুটে  পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার৷ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ হঠাৎই বীভৎস শব্দে ফেটে যায়৷ এর তীব্রতা ১০ কিলোমিটার অবধি ছড়িয়ে যায়৷

advertisement

এদিকে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী৷ এখনও অবধি ৭৩ জনের মৃত্যু হয়েছে, ৪০০০ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন৷ রাষ্ট্রপতি মাইকেল ইয়োন ট্যুইট করে জানিয়েছিলেন ২৭৫০ টন বিস্ফোরক নাইট্রেট অসুরক্ষিতভাবে মজুদ করা ছিল৷ বিস্ফোরণের ঘটনার তদন্তু পুরোপুরি জারি রয়েছে৷ দেখে নিন আরও ভিডিও৷

advertisement

#BeirutBlast#Beirut #Lebanon

This 2020 has brought us only terrible things and is continuing. #Beirut pic.twitter.com/Hv0L0mkmWo

এখনও পর্যন্ত যা খবর, তাতে ৭০-এর বেশি সংখ্যায় মানুষ ঘটনায় নিহত হয়েছেন ৷ পাশাপাশি আহত প্রায় ৪০০০ মানুষ ৷ বন্দর এলাকায় এই বিস্ফোরণের পর উত্তর ও দক্ষিণ লেবানন সব জায়গা থেকেই উদ্ধারকাজের জন্য কর্মীদের পাঠানো হয়েছে ৷ প্রচুর সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে ৷ ধ্বংস্তূপের নীচে এখনও অনেক সংখ্যক মৃতদেহ আটকে থাকার আশঙ্কা করছেন সিভিল ডিফেন্সের ওই আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বেইরুট সমুদ্র বন্দরের আশপাশের কোনও এলাকায় বিস্ফোরণটি ঘটলেও এর অভিঘাত ছড়িয়ে পড়েছে বহুদূর। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ির কাচ ভেঙে গিয়েছে। ২০০৫ সালে খুন হওয়া লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় বিচারের রায় ঘোষণার ঠিক আগেই ঘটেছে এই বিস্ফোরণ। অনেকেই মনে করছেন মঙ্গলবার রাতের বিস্ফোরণের সঙ্গে ওই ঘটনার সম্পর্ক রয়েছ। হতাহতের সংখ্যা যে বহু, লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসানও তা স্বীকার করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঝলসে যাওয়া শরীর, গাড়ি উড়ে গেল তিন তলা অবধি, বেইরুটে শুধুই বীভৎসতার ছবি, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল